খারতুম: পাঁচদিন কেটে গেলেও রক্তগঙ্গা বয়েই চলেছে সুদানে (Sudan)। গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। সে দেশের সেনা বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্য়ে ক্ষমতা দখল নিয়ে চলছে লড়াই। দুই বাহিনীর মধ্যে লড়াইয়ের মাশুল গুনতে হচ্ছে সুদানের সাধারণ মানুষকে। বিভিন্ন দেশের দূতাবাস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অবধি সুদানের গৃহযুদ্ধে কমপক্ষে ২৭০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক মহলের তরফে বারংবার অনুরোধ করলেও এখনই সংঘর্ষ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেই জানিয়েছে সুদান প্রশাসন। রাস্তার ধারে জমা হচ্ছে মৃতদেহের পাহাড়। প্রাণভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন অনেকে। বর্তমানে উত্তপ্ত সুদানে প্রায় কয়েক হাজার ভারতীয়ও আটকে রয়েছেন। তাদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনতে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক।
২০২১ সালে সেনা অভ্যুত্থান করে সুদানের ক্ষমতা দখল করে সেনা বাহিনী। তবে গত সপ্তাহের শনিবার সুদান সেনার প্রধান আব্দেল ফাতাহ আল-বুরহান ও তাঁর ডেপুটি মহম্মদ হামদম দাগলো, যিনি সুদানের আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেন, তার মধ্যে বিরোধ বাধে। সেনা নাকি আধা সামরিক বাহিনী, কার হাতে দেশের শাসনভার থাকবে, তা নিয়ে বিরোধই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।
The military clash between Sudanese Army Air Force and Rapid Support Forces (RSF) continue in #Sudan. According to the UN envoy, more than 180 civilians have been killed, another 1,800 injured.#Sudan #BREAKING #MilitaryForces #Army #AirForce #Kill #War #CivilWar #Violence… pic.twitter.com/HaxHal4BGY
— Associates Times (@TimesAssociates) April 18, 2023
বিগত পাঁচদিন ধরেই সুদান জুড়ে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, বোমা বর্ষণ চলছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুদানের খারতুম শহরই। যেহেতু সেখানেই সেনা সদর দফতরগুলি অবস্থিত, তাই লাগাতার বোমা বর্ষণ চলছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের সাধারণ মানুষের বাড়িঘরও। আরএসএফ যোদ্ধারা দখল নিয়েছে রাস্তাঘাটের। সাঁজোয়া গাড়ি নিয়ে রাস্তায় টহল দিচ্ছে তারা। অন্যদিকে আকাশে পাক খাচ্ছে সেনার ফাইটার জেট। সেগুলিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে আরএসএফ যোদ্ধারা।
Sudan Air Force air strikes on putschist RSF forces. pic.twitter.com/rE5Q9FyugH
— Clash Report (@clashreport) April 18, 2023
লাগাতার সংঘর্ষের জেরে খারতুম শহর ছেড়ে পালাতে শুরু করেছেন সাধারণ মানুষ। কোনওমতে তারা সীমান্ত পার করার চেষ্টা চালাচ্ছেন। র্যাপিড সাপোর্ট ফোর্স বা সুদানের আধাসামরিক বাহিনী বুধবারই জানিয়েছিল, বিকেল ৪টে থেকে ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হচ্ছে। সেনা বাহিনীও সেই প্রস্তাবে রাজি হয়েছিল। কিন্তু তারপরও খারতুমে রাতভর গুলির শব্দ শোনা গিয়েছে বলেই জানিয়েছেন সাধারণ মানুষেরা। এই নিয়ে পরপর দুইদিন মানব করিডরের জন্য ঘোষণা করা যুদ্ধবিরতি ব্যর্থ হল।