Yemen Stampede: ঈদের আগে হাতে টাকার পাওয়ার আশায় ভিড় জমিয়েছিলেন…গুলির শব্দ, বিদ্যুতের ফুলকিই ডেকে আনল ৮৫ জনের মৃত্যু

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 20, 2023 | 10:05 AM

Stampede Death: সানা শহরের স্থানীয় ব্যবসায়ীরা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব মানুষের মধ্যে অর্থ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুদানের টাকা সংগ্রহের জন্য ব্যাপক ভিড় জমতেই হাউতির সশস্ত্র বাহিনী শূন্যে গুলি চালায়।

Yemen Stampede: ঈদের আগে হাতে টাকার পাওয়ার আশায় ভিড় জমিয়েছিলেন...গুলির শব্দ, বিদ্যুতের ফুলকিই ডেকে আনল ৮৫ জনের মৃত্যু
ইয়েমেনে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮৫ জনের।

Follow Us

সানা: ত্রাণ বিলি ঘিরে ইয়েমেনে (Yemen)  দুর্ঘটনা। কমপক্ষে ৮৫ জন পদপিষ্ট (Stampede) হয়ে মারা গিয়েছেন, আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ। জানা গিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার একটি স্কুলে রমজান ও ঈদ উপলক্ষে টাকা বিতরণ করা হচ্ছিল। সেই টাকা সংগ্রহ করতে গিয়েই উপস্থিত জনতার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে যান শতাধিক মানুষ। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, সানা শহরে ব্যবসায়ীদের উদ্যোগেই এই অর্থ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকলকে ৫ হাজার ইয়েমেনি রিয়াল (Yemeni Riyal) দেওয়া হবে বলে জানানো হয়েছিল। আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা দেশে ঈদের আগে হাতে কিছু কাঁচা টাকা পেতেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন ওই স্কুল চত্বরে।

রমজান মাসের শেষদিন ছিল বুধবার। সানা শহরের স্থানীয় ব্যবসায়ীরা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব মানুষের মধ্যে অর্থ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুদানের টাকা সংগ্রহের জন্য ব্যাপক ভিড় জমতেই হাউতির সশস্ত্র বাহিনী শূন্যে গুলি চালায়। সেই গুলি গিয়ে বিদ্যুতের তারে লাগে, যার ফলে বিস্ফোরণ হয়। গুলির শব্দ ও বিদ্যুৎ-আগুনের ফুলকি দেখেই জমায়েত হওয়া সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং ঘটনাস্থল ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি শুরু করে। এরফলেই শতাধিক মানুষ ভিড়ের চাপে মাটিতে পড়ে যান এবং পদপিষ্ট হয়ে ৮৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ৩২২ জন।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদমাধ্যমের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ছেড়া জামা ও জুতো। চাপ চাপ রক্ত পড়ে রয়েছে স্কুল চত্বর জুড়ে। সারি সারি মৃতদেহ পড়ে রয়েছে। কেউ দেহ আঁকড়ে ধরে কাঁদছেন, কেউ আবার মৃতদেহের  স্তূপের মধ্যে নিজের নিখোঁজ পরিজনকে খুঁজে বেড়াচ্ছেন।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্কুলটিকে সিল করে দেওয়া হয়েছে। নিহতদের পরিবার-পরিজনকেও স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যে ব্যবসায়ীরা টাকা বিলি করছিলেন, তাদের আটক করা হয়েছে।

Next Article