কাঠমান্ডু: অনেক স্বপ্ন চোখে নিয়ে নেপালের অন্নপূর্ণা শৃঙ্গ (Mt Annapurna) জয়ে বেরিয়েছিলেন রাজস্থানের পর্বতারোহী (Rajasthan Climber) অনুরাগ মালু (Anurag Maloo)। সোমবার দুপুরে অন্নপূর্ণা ক্যাম্প ৩ থেকে নিচে আসার সময় নিখোঁজ হন ৩৪ বছর বয়সী এই পর্বতারোহী। তারপরই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে তিনদিন পর খোঁজ মিলল অনুরাগের। ৮ হাজার ৯১ মিটার উচ্চতায় আজ তাঁকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।
অন্নপূর্ণা শৃঙ্গ জয়ে বেরিয়েছিলেন রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা অনুরাগ মালু। তাঁর লক্ষ্য ছিল ৮ হাজারের বেশি উঁচু সকল শৃঙ্গ জয় করা। এছাড়াও বিশ্বের সাতটি মহাদেশের ৯ টি উচ্চতম শৃঙ্গ জয় করে পরিবেশ সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন তিনি। হিমালয়ান টাইমস নিউজপেপারের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে সচেতনতা প্রচারের জন্যই এই শৃঙ্গ জয়ের পরিকল্পনা ছিল তাঁর। তবে গত সোমবার দুপুরের পর থেকে নিখোঁজ হন অনুরাগ। সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংমা শেরপা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোমবার সকালে অন্নপূর্ণা ক্যাম্প ৩ থেকে নামার সময় নিখোঁজ হন তিনি। তিনি জানান, প্রায় ১৯ হাজার ফুট উঁচু থেকে খাদে পড়ে যান তিনি। তারপরই নিখোঁজ মালুর খোঁজে শুরু হয় তল্লাশি। আকাশপথে হেলিকপ্টার দিয়েও গোটা জায়গায় সমীক্ষা চালানো হয়।
দু’দিন ধরে তল্লাশি চালানোর পরও কোনও খোঁজ মেলেনি অনুরাগের। একরকম আশা ছেড়েই দিয়েছিলেন তাঁর পরিবার ও সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যানরা। তবে অন্নপূর্ণা শৃঙ্গে ঘটল মিরাকেল। প্রায় ৭২ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার হল অনুরাগ মালু। তবে এখন শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। তাঁর ভাই জানিয়েছেন, “তাঁকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি এখনও জীবিত আছেন।”