Same Sex Marriage: ৩০টির বেশি দেশে স্বীকৃত সমলিঙ্গের বিয়ে, কীভাবে সম্ভব হল এই ‘অসাধ্য সাধন’

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 20, 2023 | 4:56 PM

LGBTQ Rights: আমাদের দেশে সমকামী বিবাহেরক স্বীকৃতি মিলবে কি না তা সময় বলবে। কিন্তু ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত হয়েছে সমকামী বিবাহ। আমেরিকা ও ইউরোপের মতো উন্নত দেশগুলিতেই সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেয়েছে।

Same Sex Marriage: ৩০টির বেশি দেশে স্বীকৃত সমলিঙ্গের বিয়ে, কীভাবে সম্ভব হল এই ‘অসাধ্য সাধন’
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: প্রেম যে শুধু নারী-পুরুষেই আবদ্ধ থাকবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। দুই নারী বা দুই পুরুষ জড়াতে পারেন ভালবাসার আবদ্ধে। এমনকি তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গেও সম্পর্ক গড়ে উঠতে পারে কোনও নারী বা পুরুষের। প্রথাগত নারী-পুরুষের সম্পর্কের বাইরে এ ধরনের সম্পর্কের স্বীকৃতির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছে সেই মামলার শুনানি। যদিও কেন্দ্রীয় সরকার এই আবেদনের বিরোধিতা করছে। আমাদের দেশে সমকামী বিবাহেরক স্বীকৃতি মিলবে কি না তা সময় বলবে। কিন্তু ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত হয়েছে সমকামী বিবাহ। আমেরিকা ও ইউরোপের মতো উন্নত দেশগুলিতেই সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেয়েছে। সেই তালিকায় এশিয়া ও আফ্রিকার দেশের সংখ্যা হাতেগোনা। আসুন এক নজরে দেখে নিই বিশ্বের কোন দেশে সমলিঙ্গ বিবাহ বৈধ।

এই মুহুর্তে বিশ্বের প্রায় ৩৪ দেশে বৈধ সমকামী বিবাহ। ২০০১ সালের পর থেকে এই সব দেশে সমলিঙ্গ বিবাহ স্বীকৃত হয়েছে। এ ব্যাপারে পথ দেখিয়েছিল নেদারল্যান্ডস। ইউরোপের এই দেশে ২০০১ সালে স্বীকৃতি হয় সমকামী বিবাহ আইন। সেই প্রথম। তার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সমকামী অধিকার রক্ষায় সমকামী বিবাহ স্বীকৃতির দাবি ওঠে। এবং ধীরে ধীরে তা পরিণতি পায়। অবশ্য সব দেশে সমকামী বিবাহ একই রকম ভাবে স্বীকৃতি পায়নি। কোথাও জনতার আন্দোলনের চাপে আইন আনে সংশ্লিষ্ট দেশের প্রশাসন। কোথাও জনতার ভোটাভুটির মাধ্যমে সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতির দেওয়া হয়েছে। কোথাও আবার আদালতের নির্দেশের পর সমলিঙ্গ বিবাহে সিলমোহর দিতে বাধ্য হয়েছে সে দেশের প্রশাসন। তবে পৃথিবীতে থাকা দেশের নিরিখে অধিকাংশ দেশেই সমলিঙ্গ বিবাহ বৈধ নয়। কোথাও কোথাও তা শাস্তিযোগ্য অপরাধ। অনেক দেশেই গে, লেসবিয়ান, ট্রান্সরা নিজেদের অধিকারের দাবিতে লড়াই চালাচ্ছেন। তবে এই পদক্ষেপ করার ব্যাপারে এগিয়ে রয়েছে উন্নত দেশগুলিই।

সমকামী বিবাহ বৈধ এই সব দেশে

অ্যান্ডোরা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, কলোম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ডেনমার্ক, ইকুয়েডর, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মালটা, মেক্সিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইডেন, সুইজারল্যািন্ড, তাইওয়ান, ব্রিটেন, আমেরিকা এবং উরুগুয়ে।

বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে বৈধ হয়েছে সমলিঙ্গ বিবাহ। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ডের মতো দেশে জনতার ভোট নিয়ে সমলিঙ্গ বিবাহকে বৈধ করেছে সেই সব দেশের আইনসভা। ব্রাজিল, কলোম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, আমেরিকার মতো দেশে আদালতের নির্দেশে সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পায়। ভারত, জাপান, চেক প্রজাতন্ত্র, ফিলিপিন্স, তাইল্যান্ডের মতো দেশগুলিতে সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতির দাবি উঠেছে ২০২৩ সালে।

Next Article