নিউ জার্সি: ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিনেই আমেরিকায় শুরু হয়েছে দীক্ষা মহোৎসব। ৯ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। মার্কিন মুলুকে ভারতীয় সন্তদের উদ্যোগে এই অনুষ্ঠান শুরু হয়েছে। নিউ জার্সির রবিনসন ভিলে-স্বামীনারায়ণ অক্ষরধামে চলছে সেই অনুষ্ঠান।
সাধু-সন্তরা রীতি মেনে অনুষ্ঠান শুরু করেছেন সোমবার। এই অনুষ্ঠান যেন ভ্রাতৃত্বের উৎসব। এখানে বহু মানউ, একত্রিত হন। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সদগুরু পূজ্য বিবেবকসাগরদাস স্বামী। ভারতীয় সমাজে সাধু-সন্তদের গুরুত্ব ও ভূমিকা ঠিক কী, সে বিষয়েই বক্তব্য পেশ করেছেন তিনি। তিনি উল্লেখ করেছেন, সমাজে ঠিক যেমন চিকিৎসক, শিক্ষক বা ব্যবসায়ীদের অবদান আছে, তেমনই সাধু-সন্তরাও আত্মত্যাগ করে সমাজের জন্য কাজ করেন।
পূজ্য আনন্দস্বরূপদাস স্বামী তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তাঁর বক্তব্যে। সাধুরা যে আদর্শ মেনে চলেন, সে কথা বুঝিয়ে দিয়েছেন আনন্দস্বরূপদাস। এই অনুষ্ঠানে মহান্ত স্বামী মহারাজের হাত ধরে সন্তের জীবন বেছে নিলেন ৩০ জন যুবক। তাঁরা গুজরাটের সারংপুরে প্রশিক্ষণ নেবেন। তাঁদের প্রত্যেকের নতুন নামকরণও করা হয়েছে। ওই ৩০ জন রবিনসনভিলের ওই অক্ষরধাম তৈরিতে নিঃস্বার্থভাবে কাজ করেছিলেন বলে জানা গিয়েছে।
ওই যুবকদের পরিবার তথা বাবা-মা যেভাবে নিজেদের স্বার্থত্যাগ করেছেন, তার জন্য সাধুবাদ জানিয়েছেন মহান্ত স্বামী মহারাজ। তিনি বলেন, “সমাজ ও ভগবানের সেবা করার কথাই আপনাদের মনে রয়েছে, নাহলে আজ আপনারা এখানে বসে থাকতেন না।” যাঁরা সংসার ত্যাগ করলেন, তাঁদের আগামী পথের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।