Bizarre: পুরুষাঙ্গের আকার মেপে মাসে ১৮ লক্ষ টাকা আয় করেন সুন্দরী যুবতী

ব্রিটেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই পেনিস রেটারের নাম রোজ অ্যান। ২৩ বছরের ওই যুবতী গত কয়েক মাস ধরেই পুরুষের যৌনাঙ্গের মূল্যায়নের কাজ শুরু করেছেন। তা করেই তিনি প্রতি মাসে রোজগার করছেন ২০ হাজার ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা। বর্তমানে তিনি ‘কুইন অব পেনিস’ নামেও খ্যাত।

Bizarre: পুরুষাঙ্গের আকার মেপে মাসে ১৮ লক্ষ টাকা আয় করেন সুন্দরী যুবতী
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 8:49 PM

লন্ডন: এক চিকিৎসকের কাছে রিসেপসনিস্টের কাজ করতেন। ট্রেনি নার্স হিসাবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নার্সিং নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু সেই সব কাজ তিনি এখন আর করেন না। এখন তিনি নতুন কাজ শুরু করেছেন। সেই কাজ করেই তিনি রোজগার করছেন প্রতি মাসে কয়েক লক্ষ টাকা। বর্তমানে ওই যুবতী পুরুষের যৌনাঙ্গ পরিমাপ করে তার মূল্যায়ন করেন। অর্থাৎ পেনিস রেটার হিসাবে কাজ করেন তিনি। এক সমীক্ষা বলছে বিশ্বের অন্যতম দামী পেনিস রেটার ওই যুবতী।

ব্রিটেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই পেনিস রেটারের নাম রোজ অ্যান। ২৩ বছরের ওই যুবতী গত কয়েক মাস ধরেই পুরুষের যৌনাঙ্গের মূল্যায়নের কাজ শুরু করেছেন। তা করেই তিনি প্রতি মাসে রোজগার করছেন ২০ হাজার ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা। বর্তমানে তিনি ‘কুইন অব পেনিস’ নামেও খ্যাত।

রোজ অ্যান

কেন্ট কলেজ থেকে নার্সিং পাশ করেছেন অ্যান। তার পর ট্রেনি নার্স হিসাবে কাজ এবং চিকিৎসকের রিসেপসনিস্ট হিসাবেও কাজ করেন। কিন্তু সেই কাজ করে বেশি রোজগার হচ্ছিল না তাঁর। এই কাজ শুরু পর থেকে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছেন তিনি। সেই সঙ্গে খ্যাতিও বাড়ছে দিন দিন।