Tit for Tat: মহিলাকে ধর্ষণের চেষ্টা, চিৎকার শুনে দৌড়ে এসে অভিযুক্তের পুরুষাঙ্গে কামড় পোষ্য কুকুরের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 01, 2023 | 7:32 PM

অভিযুক্ত চুপিসারে ঢুকে পড়েছিল এক মহিলার বাড়িতে। তার পর মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। তাঁর চিৎকার শুনে সেখানে চলে আসে ওই মহিলার পোষ্য সারমেয়। অভিযুক্তের উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। তখনই তার যৌনাঙ্গে কামড়ে ধরেছিল।

Tit for Tat: মহিলাকে ধর্ষণের চেষ্টা, চিৎকার শুনে দৌড়ে এসে অভিযুক্তের পুরুষাঙ্গে কামড় পোষ্য কুকুরের
প্রতীকী ছবি

Follow Us

মস্কো: এ দুনিয়া যেন রঙ্গশালা। কতই বিচিত্র ঘটনা রোজদিন ঘটে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তবে ধর্ষণের মতো নারী নির্যাতনের ঘটনা বিভিন্ন দেশে ঘটে থাকে। অনেক সময় ধর্ষকরা অত্যাচার করে পালিয়ে যায়। কিন্তু কিছু সময় বিচারের আগেই শাস্তি ঠিক পেয়ে যায় ধর্ষকরা। এ রকমই ঘটনা সম্প্রতি ঘটেছে রাশিয়ার তুলা এলাকায়। সেখানে এক মহিলাকে ধর্ষণ করতে উদ্যত হয় এক ব্যক্তি। পালিকার উপর এই অত্যাচার হচ্ছে দেখে চুপ করে থাকেনি পোষ্য কুকুর। অভিযুক্ত ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে সারমেয়টি। তার পর কামড়ে কেটে নেয় অভিযুক্তের পুরুষাঙ্গ। সেই ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা দেখে নেটিজেনদের একাংশের মধ্যে উঠেছে হাসির রোল। আবার একাংশ মনে করছে, উচিত শাস্তি পেয়েছে ধর্ষণে অভিযুক্ত।

জানা গিয়েছে, অভিযুক্ত চুপিসারে ঢুকে পড়েছিল এক মহিলার বাড়িতে। তার পর মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। তাঁর চিৎকার শুনে সেখানে চলে আসে ওই মহিলার পোষ্য সারমেয়। অভিযুক্তের উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। তখনই তার যৌনাঙ্গে কামড়ে ধরেছিল।

কুকুরের হাত থেকে বেঁচে হাসপাতালে ছুটে যায় ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। কিন্তু সেখানে চিকিৎসকরা তার চিকিৎসা করতে চাননি বলে অভিযোগ। এর আগে এ ধরনের ঘটনা ২০১৮ সালে ঘটেছিল স্কটল্যান্ডে। সেখানে এক কুকুর কামড়ে কেটে নিয়েছিল এক ব্যক্তির পুরুষাঙ্গ।

Next Article