‘মহান আমেরিকা গড়ার লড়াই তো সবে শুরু’, হার স্বীকার করে বললেন ট্রাম্প

সুমন মহাপাত্র | Edited By: সোমনাথ মিত্র

Jan 07, 2021 | 5:25 PM

আদালত, সর্বোচ্চ আদালত, কংগ্রেস, সব জায়গার রায়ই গেল বিদায়ী প্রেসিডেন্টের বিপক্ষে। কোনও ক্ষেত্রেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ ধোপে টিকল না।

মহান আমেরিকা গড়ার লড়াই তো সবে শুরু, হার স্বীকার করে বললেন ট্রাম্প
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: ক্যাপিটলে হামলা, পুলিসের গুলিতে ৪ জনের মৃত্যু, জো বাইডেনকে স্বীকৃতি। নাটকীয় মোড়কে কাটল মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন। অবশেষে পিছু হটতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আদালত, সর্বোচ্চ আদালত, কংগ্রেস, সব জায়গার রায়ই গেল বিদায়ী প্রেসিডেন্টের বিপক্ষে। কোনও ক্ষেত্রেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ ধোপে টিকল না।

মার্কিন কংগ্রেসে ৪৬-তম প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি পেয়েছেন বাইডেন। ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালানোর পরে যৌথ অধিবেশনে কংগ্রেসের স্বীকৃতি পেয়েছেন জো। ২০ জানুয়ারি অভিষেক তাঁর। সেই অভিষেকেই কার্যত ‘সায়’ দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। বিবৃতি দিয়ে জানিয়েছেন, ফলাফল মেনে না নিলেও তিনি ‘ট্রানজিসনের’ পক্ষে।

অর্থাৎ অবশেষে নিজের পরাজয় স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইলেক্টোরাল ভোটের হিসাবে ৩০৬ আসনে জয়ী বাইডেন। সেখানে ট্রাম্প পেয়েছেন মাত্র ২৩২। তবে ট্রাম্প পরাজয় স্বীকার করলেও সক্রিয় রাজনীতিতে থেকে দূরে যাবেন না। একথা নিজেই জানিয়েছেন তিনি।বিবৃতিতে তিনি লিখেছেন, “আমি সবসময় বৈধ ভোটের পক্ষে। এটা ঐতিহাসিক প্রথম দফার অবসান। আমেরিকাকে মহান বানানোর লড়াই সবে শুরু। ” পাশাপাশি মার্কিন মুলুকে কান পাতলে এ-ও শোনা যাচ্ছে, ২০২৪ এই ফের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে রিপাবলিকানদের একাংশ যে ট্রাম্পের বিপক্ষে, তা কার্যত পরিষ্কার। মার্কিন ক্যাপিটলে হামলার পর ট্রাম্পের নিন্দায় সরব ট্রাম্প ঘনিষ্ঠরাও। ট্রাম্প সমর্থকদের হামলার নেপথ্যে ট্রাম্পই, এমনও অভিযোগ এসেছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। তবে ট্রাম্প অবশ্য হামলার পরেই সমর্থকদের উদ্দেশে টুইট করে লিখেছিলেন, “আমাদের শান্তি বজায় রাখতে হবে। বাড়ি যান, আমরা আপনাদের ভালবাসি। আপনারা স্পেশ্যাল।”

আরও পড়ুন: ২০৬ বছর পর ফের ক্যাপিটলে হামলা! মেয়াদ শেষের আগেই ট্রাম্পকে সরানো সম্ভব?

তবে ট্রাম্পের পতাকা হাতে ক্যাপিটল ভবনে হামলার পর সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। হবু প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার মাধ্যমে গণতন্ত্র নিগৃহীত হয়েছে বলেও অভিযোগ করেছেন। জো বাইডেনের অভিষেকে বাকি দু’সপ্তাহেরও কম সময়। কিন্তু পরিস্থিতি এতটাই শোচনীয়, দু’সপ্তাহের মেয়াদ শেষ হওয়ার আগেই সংবিধানের ২৫-তম সংশোধন প্রয়োগ করে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে চাইছেন আইন প্রণেতারা।

Next Article