ওয়াশিংটন: নির্বাচনের ফল আর বদল করা হল না ট্রাম্পের। বাইডেনকে (Joe Biden) ৪৬-তম প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। ফলাফল না মেনে নিলেও ২০ জানুয়ারি ট্রানজিসনে রাজি হলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যৌথ অধিবেশন ছিল মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে। সেখানেই হামলা করেছিল ট্রাম্প সমর্থকরা। উত্তেজিত ট্রাম্প সমর্থকরা বাইডেনের স্বীকৃতির অধিবেশনের বিরুদ্ধে লন্ডভন্ড করেন গোটা ক্যাপিটল ভবন।
ভেঙে ফেলা হয় জানালা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিস। প্রাণ হারান ১ মহিলা-সহ মোট ৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের শুরু হয় অধিবেশন। তারপরই স্বীকৃতি পেলেন জো বাইডেন। ২০ জানুয়ারি অভিষেক জো বাইডেনের। সেদিনই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন বাইডেন।
নির্বাচনে ইলেক্টোরাল ভোট তো বটেই পপুলার ভোটেও জয়ী হয়েছিলেন বাইডেন। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগে বারবার সরব হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের শরণাপন্ন হলেও বারবার বিচারপতিদের রায় গিয়েছে তাঁর বিপক্ষে। প্রায় প্রত্যেকটি আদালতেই মুখ থুবড়ে পড়েছে তাঁর দল।
আরও পড়ুন: ২০৬ বছর পর ফের ক্যাপিটলে হামলা! মেয়াদ শেষের আগেই ট্রাম্পকে সরানো সম্ভব?
এমতাবস্থায়, যৌথ অধিবেশনের দিন ট্রাম্প সমর্থকদের হামলার পর সারা বিশ্ব নিন্দা করেছে এই ঘটনার। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছে, ট্রাম্পই এই হামলার নেপথ্যে। খোদ ডোনাল্ড ট্রাম্পের দলের সেনেটররাই সুর চড়াচ্ছেন তাঁর বিপক্ষে। পরিস্থিতি এমনই, রিপাবলিকান আইন প্রণেতারা মেয়াদ শেষের আগেই সরিয়ে দিতে চাইছেন প্রেসিডেন্টকে।