Russia-Ukraine War: ইউক্রেনের সামরিক রণকৌশল কি প্রকাশ্যে? জ়েলেনস্কি জানালেন…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 12, 2022 | 12:56 PM

Russia-Ukraine Conflict: বৃহস্পতিবার, দেশ ও স্থানীয় সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সরকারি আধিকারিকদের সম্বোধন করে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে তিনি চিন্তিত।

Russia-Ukraine War: ইউক্রেনের সামরিক রণকৌশল কি প্রকাশ্যে? জ়েলেনস্কি জানালেন...
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

Follow Us

কিয়েভ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি বৃহস্পতিবার সরকারি আধিকারিকদের জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশের সামরিক রণকৌশল নিয়ে তারা কোনওভাবেই যেন সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করেন। কারণ যাঁরা এই ধরনের কথা বলেন, তাঁরা আদতে ‘দায়িত্বজ্ঞানহীন’। মঙ্গলবার ক্রিমিয়ার রাশিয়ান বায়ুসেনা ঘাঁটিতে যে বিস্ফোরণ হয়েছিল তাঁর পিছনে ইউক্রেনের বাহিনী রয়েছে। অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে এই খবর প্রকাশিত হয়েছে। যদিও এই বিস্ফোরণের দায় অস্বীকার করেছে কিয়েভ।

বৃহস্পিতবার সন্ধেবেলা জ়েলেনস্কি বলেন, “যুদ্ধের সময় উচ্চস্বরে কোনও বিবৃতি দেওয়া উচিত নয়। আমরা আমাদের সামরিক পরিকল্পনা সম্পর্কে প্রকাশ্যে যত কম কথা বলব, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা ততটাই সহজ হবে। আপনারা যদি মনে করেন সংবাদপত্রে বড় শিরোনামের জন্য সাংবাদিকদের সামনে সামরিক রণকৌশল তুলে ধরবেন, তবে তা নেহাতই দায়িত্বজ্ঞানহীনতা। আপনারা যদি ইউক্রেনে যুদ্ধে জিতুক, তবে আপনাদের উচিত নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত থাকা এবং সেই অনুযায়ী আমাদের দেশের সামরিক রণকৌশল নিয়ে সংবাদমাধ্যমে কথা বলা।”

বৃহস্পতিবার, দেশ ও স্থানীয় সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সরকারি আধিকারিকদের সম্বোধন করে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে তিনি চিন্তিত। প্ল্যানেট ল্যাবস নামের এক স্যাটেলাইট ফার্মের তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে ক্রিমিয়ার বিমান ঘাঁটিতে আঘাত করা হয়েছে। প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে, কমপক্ষে ৮টি বিমান ধ্বংস হয়ে গিয়েছে। ইউক্রেনে ন্যাটো সদস্যপদ নিয়ে সংঘাতের জেরে ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। এখনও অবধি এই যুদ্ধ শেষ হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয়নি। আগামী দিনে ইউরোপীয় দুই দেশের যুদ্ধ পরিস্থিত কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

Next Article