Drone Strike in UAE: আচমকা বিস্ফোরণ, দুই ভারতীয় সহ তিনজনের মৃত্যু আবুধাবিতে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 17, 2022 | 7:08 PM

Drone Strike in UAE: স্থানীয়রা জানান, এ দিন তাঁরা হঠাৎ দেখতে পান আকাশ ভরে গিয়েছে কালো ধোঁয়ায়। অনেকেই সেই ছবি পোস্ট করেছেন।

Drone Strike in UAE: আচমকা বিস্ফোরণ, দুই ভারতীয় সহ তিনজনের মৃত্যু আবুধাবিতে
টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেছেন অনেকে

Follow Us

আবু ধাবি : ড্রোন হামলায় (Drone Attack) দুই ভারতীয় সহ তিন জনের মৃত্যু হল আবু ধাবিতে (Abu Dhabi)। মৃতদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। আহত হয়েছে ৬ জন। একটি তেলের তেলের ট্যাঙ্কের কাছেই বিস্ফোরণ ঘটে। ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার আবু ধাবির নতুন বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটে, আর তার জেরেই এই বিস্ফোরণ। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

আবু ধাবির ভারতীয় দূতাবাসের তরফ থেকে একটি টুইটে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর মুসাফায় একটি স্টোরেজ ট্যাঙ্কের কাছে বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুজন ভারতীয়। আরব আমিরশাহী প্রশাসনের সঙ্গে দূতাবাসের তরফে যোগাযোগ রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

ইয়েমেন সমর্থিত হুথি (Houthi) গোষ্ঠী ওই ড্রোন হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে। হুথি সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া সারেই বিবৃতি দিয়ে জানিয়েছেন, আরব আমিরশাহিতে হামলা চালিয়েছে তারা। মনে করা হচ্ছে, তিনটি জ্বালানি তেলের ট্যাঙ্ককে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। আবু ধাবি পুলিশ জানিয়েছে, নয়া বিমানবন্দরের কাছেই ছিল তেলের ট্যাঙ্কারগুলি। সেখানেই ঘটে বিস্ফোরণ।

ইয়েমেনের সঙ্গে আরব আমিরশাহির লড়াই নতুন নয়। ২০১৫ সাল থেকে ইয়েমেনের সঙ্গে লড়াই চলছে সংযুক্ত আরব আমিরশাহির। সাম্প্রতিকালে হুথিদের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছে তাতে সৌদি নেতৃত্বধীন জোটে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।

বিস্ফোরণের কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। স্থানীয় বাসিন্দারাই সোশ্যাল মিডিয়ায় সে সব ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ওপরের দিকে উঠে যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, আবু ধাবির জাতীয় তেল সংস্থার ডিপোর কাছে তিনটি তেলের ট্যাঙ্কারে পরপ বিস্ফোরণ হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ, সেটা প্রথমে স্পষ্ট ছিল না। পরে জানা যায়, বিস্ফোরণের কারণ আসলে ড্রোন হামলা।

আরও পড়ুন : UK COVID-19 Self Isolation Rules: করোনা হলেও থাকতে হবে না ঘরবন্দি হয়ে, একান্তবাসের নিয়ম তুলে দেওয়ার চিন্তাভাবনা বরিস সরকারের

Next Article