সুনকের বিদায় মুহূর্তেও নজর স্ত্রী অক্ষতার দিকেই, চরম ট্রোলড হলেন এই কারণে…

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 06, 2024 | 9:23 AM

Akshata Murty: ডাউনিং স্ট্রিট ছাড়ার সময় ঋষি সুনকের থেকেও সকলের বেশি নজর কেড়েছেন অক্ষতা মূর্তি। তার কারণ হল অক্ষতার পোশাক। নীল-সাদা ও লালের স্ট্রাইপ প্যাটার্নের এই জামা কেমন দেখতে, তা নিয়ে যেমন চর্চা হয়েছে, তার থেকেও বেশি চর্চা হচ্ছে সেই পোশাকের দাম নিয়ে।

সুনকের বিদায় মুহূর্তেও নজর স্ত্রী অক্ষতার দিকেই, চরম ট্রোলড হলেন এই কারণে...
ঋষি সুনক ও অক্ষতা মূর্তি।
Image Credit source: AFP

Follow Us

লন্ডন: গদিচ্য়ুত সুনক। ব্রিটেনের সাধারণ নির্বাচনে ১৪ বছর পর হেরে গিয়েছে কনজারভেটিভ পার্টি। প্রধানমন্ত্রী পদ খোয়াতে হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে। ১০, ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে যখন বিদায়ী সম্ভাষণ দিচ্ছিলেন ঋষি সুনক, তখন ঠিক পিছনেই ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি। সুনক বিদায় নিতেই চরম ট্রোলিং শুরু হয়েছে অক্ষতাকে নিয়ে। কেন?

ডাউনিং স্ট্রিট ছাড়ার সময় ঋষি সুনকের থেকেও সকলের বেশি নজর কেড়েছেন অক্ষতা মূর্তি। তার কারণ হল অক্ষতার পোশাক। নীল-সাদা ও লালের স্ট্রাইপ প্যাটার্নের এই জামা কেমন দেখতে, তা নিয়ে যেমন চর্চা হয়েছে, তার থেকেও বেশি চর্চা হচ্ছে সেই পোশাকের দাম নিয়ে।  কারণ সেই জামার দাম ৩৯৫ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার দাম ৪২ হাজার টাকা!

অক্ষতা মূর্তির এত দামি পোশাক দেখেই লোকজনের চোখ কপালে উঠেছে। শুরু হয়েছে নানা চর্চাও। তবে ভুললে চলবে না, ঋষি সুনকের স্ত্রী ছাড়াও অক্ষতা মূর্তির আরেকটি পরিচয় রয়েছে। তিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির কন্যা। ইনফোসিসের বিপুল পরিমাণ শেয়ার রয়েছে তাঁর নামে। এমনকী, অক্ষতার সম্পত্তি ব্রিটেনের রানির থেকেও বেশি। বিশ্বের সবথেকে দামি চায়ের কাপে সেট, যার মূল্য কয়েক কোটি টাকা, তা রয়েছে অক্ষতার কাছে।

ঋষি সুনকও এখনও পর্যন্ত ব্রিটেনের সবথেকে ধনী প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৪ সালের ধনীদের তালিকা অনুযায়ী, ঋষি সুনক-অক্ষতা মূর্তির সম্পত্তির পরিমাণ ৮১৫ মিলিয়ন ডলার।

Next Article