ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মাসুদ পেজ়েশকিয়ান, ভারতের সঙ্গে কি বদলাবে সমীকরণ?

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 07, 2024 | 7:26 AM

Iran President: গত ২৮ জুন প্রথম দফার নির্বাচন হয়েছিল ইরানে। কিন্তু সেই ভোটে কোনও প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। প্রথম দফার ভোটে এগিয়েছিলেন পেজ়েশকিয়ান ও জালিলি। শুক্রবার তাদের মধ্যেই দ্বিতীয় দফার ভোট হয়। তাতে ১ কোটি ৭০ লক্ষ ভোট পেয়ে জয়ী হন পেজ়েশকিয়ান।

ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মাসুদ পেজ়েশকিয়ান, ভারতের সঙ্গে কি বদলাবে সমীকরণ?
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান।
Image Credit source: AFP

Follow Us

তেহরান: অবশেষে মিলল রাইসির  বিমান দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তাঁর মৃত্যুর প্রায় দেড় মাস পর নির্বাচিত হল ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। সইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন মাসুদ পেজ়েশকিয়ান। লক্ষাধিক ভোটে পেজ়েশকিয়ান জয়ী হয়েছেন বলেই জানা গিয়েছে।

আজারবাইজান সীমান্তে হেলিকপ্টার ভেঙে পড়ে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবর। কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হননি।  বরং নির্বাচনে লড়েছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের দুই সদস্য, সংসদের স্পিকার ও এক সদস্য। নির্বাচিত প্রেসিডেন্ট পেজ়েশকিয়ান সংসদের সদস্য।

গত ২৮ জুন প্রথম দফার নির্বাচন হয়েছিল ইরানে। কিন্তু সেই ভোটে কোনও প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। প্রথম দফার ভোটে এগিয়েছিলেন পেজ়েশকিয়ান ও জালিলি। শুক্রবার তাদের মধ্যেই দ্বিতীয় দফার ভোট হয়। তাতে ১ কোটি ৭০ লক্ষ ভোট পেয়ে জয়ী হন পেজ়েশকিয়ান।

ভারতের সঙ্গে সম্পর্ক-

পেজ়েশকিয়ানের এই জয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পূর্ববর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমলেও ভারত ও ইরানের মধ্যে সম্পর্ক খুব ভাল ছিল। ভারত ও ইরানের মধ্যে একাধিক অর্থনৈতিক চুক্তি রয়েছে। সম্প্রতি চাবাহার চুক্তিও চূড়ান্ত হয়েছে। রাইসির উত্তরসূরী পেজ়েশকিয়ান ভারতের সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত করবেন বলেই মনে করা হচ্ছে। ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি জানিয়েছেন যে ইরান ও ভারতের মধ্যে বিদেশনীতি বা সম্পর্কে কোনও পরিবর্তন হবে না।

প্রসঙ্গত, চাবাহার বন্দর চুক্তি ভারতের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ইরানের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ। এটি এমন একটি প্রকল্প যেখানে ভারত বিপুল বিনিয়োগ করেছে। এই প্রথম ভারত বিদেশে একটি বন্দর পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং তাও আবার ১০ বছরের জন্য। এই প্রকল্পে ভারত অবশ্যই লাভবান হবে, তবে ইরান তার থেকে অনেক বেশি লাভবান হতে চলেছে। এটি দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে একটি নতুন বাণিজ্য পথ খুলে দেবে।

Next Article