আমস্টারডাম: জনপ্রিয় অনলাইন ডেটিং সাইটের সুন্দরী মডেল জানালেন নিজের জীবনের ঘটনা। সেই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর স্কুল জীবনের এক শিক্ষক। ওই মডেল জানিয়েছেন, ওই শিক্ষক তাঁকে মোটেই সাহায্য করতেন না ছোটবেলায়। মডেলের অভিযোগ, সহযোগিতার বদলে তাঁকে হেনস্থা বেশি করতে তাঁর প্রাক্তন শিক্ষক। ওই মডেলের দাবি, তাঁর ওই শিক্ষক তাঁকে বলেছিলেন, “তোমার দ্বারা কিছু হবে না। জীবনে তুমি কিছুই করতে পারবে না।” শিক্ষকের এই কথা যে তিন মিথ্যা প্রমাণ করেছেন বলে দাবি করেছেন ওই মডেল। উল্টে তাঁর দাবি, তিনি এতটাই জনপ্রিয় যে তাঁর ওই শিক্ষক এখন তাঁর ভক্ত। এমনকি ডেটিং সাইটের তাঁর অর্ধোন্মুক্ত শরীরের ভিডিয়ো মোটা টাকা দিয়ে দেখেন তাঁর প্রাক্তন শিক্ষক। এই গল্প শুনে নেটিজেনরা মজাদার মন্তব্য করেছেন। কোনও কাজই ছোট নয়, বা কাউকে হেয় করা উচিত নয় বলে মত তাঁদের।
ওই মডেলের নাম ভেরা ডিজমানস। ২২ বছরের ওই যুবতী নেদারল্যান্ডের বাসিন্দা। অপরূপ সুন্দরী ওই যুবতী বিজ্ঞাপনের পাশাপাশি অনলাইনে ডেটিং সাইটে নিজেকে নগ্ন মেলে ধরেন। প্রচুর পুরুষ তাঁকে দেখার জন্য পাগল হয়ে ওঠে। মাসে তাঁর রোজগার তিন লক্ষ ইউরোর বেশি। অর্থাৎ ভারতীয় মু্দ্রায় প্রায় তিন কোটি টাকার কাছাকাছি রোজগার করেন।
তাঁর ফলোয়ারদের মধ্যে প্রাক্তন শিক্ষককে দেখে প্রথমে অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন ওই মডেল। তখনই তাঁর মনে পড়ে যায় ছোটবেলার কথা। তবে নিজের প্রাক্তন শিক্ষকের পরিচয় প্রকাশ করে তাঁর অস্বস্তি বাড়াননি তিনি।
বিষয়য়ি নিয়ে ওই মডেল বলেছেন, “অন্য সহপাঠীদের মতো আমার সঙ্গে ব্যবহার করতেন ওই শিক্ষক। আমাকে প্রায়শই বলতেন, জীবনে আমি কিছু করতে পারব না। তা শুনে আমার খুব খারাপ লাগত।” কিন্তু সম্প্রতি নিজের ফলোয়ার হিসাবে ওই শিক্ষককে দেখেন ওই ডাচ মডেল। ওই শিক্ষক প্রায় এক লক্ষ টাকা দিয়ে তাঁর নগ্ন ছবি কিনেছেন বলেও জানিয়েছেন ওই মডেল।