হাইতি: তীব্র ভূমিকম্প হাইতিতে। রিখটার স্কেলে এর তীব্রতা ৭.২। ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নিকটস্থ এই দেশে। ভয়াবহ এই ভূকম্পনে মাটির সঙ্গে মিশে গিয়েছে বাড়ি ঘর। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল হাইতির রাজধানী পোর্ত-অউ-প্রিন্স থেকে ১০০ মাইল দূরে। এই কম্পনের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলিতেও।
জানা গিয়েছে, শনিবার সকালে আচমকাই প্রাণঘাতী কম্পন অনুভূত হয় হাইতিতে। বাড়ি ঘর রীতিমতো কাঁপতে শুরু করে। সে দেশের রাস্তাতেও ফাটল দেখা যায়। ফলে বাড়ি ছেড়ে পথে নেমে এলেও বিপদমুক্ত কি না বুঝতে পারছিলেন না সে দেশের মানুষ। চোখের সামনে মুহূর্তে বাড়িঘর, দোকানপাট, বড় বড় অট্টালিকা তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা যায়। যেহেতু ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্পের উৎসস্থল, কম্পনের তীব্রতাও তাই এতটা বেশি ছিল।
মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করে কিছু না জানা গেলেও, বহু প্রাণহানির আশঙ্কা করছে সে দেশের প্রশাসন। ধূলিসাৎ বাড়িঘরের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলেও মনে করা হচ্ছে। হাইতির ডিরেক্টর অব সিভিল প্রোটেকশন জেরি ক্যান্ডলার এএফপিকে জানিয়েছেন, “আমি নিশ্চিত বহু মানুষের প্রাণহানি হয়েছে। তবে এখনই সেই সংখ্যাটা কত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমরা তথ্য সংগ্রহ করছি।” হাইতির এমার্জেন্সি সমস্তরকম পরিষেবা ইতিমধ্যেই মানুষকে দেওয়া হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিজে সমস্ত বিষয়ে তত্ত্বাবধান করছেন বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর।
Notable quake, preliminary info: M 7.2 – 12 km NE of Saint-Louis du Sud, Haiti https://t.co/tnySNtAOq3
— USGS Earthquakes (@USGS_Quakes) August 14, 2021
Hôtel Le Manguier in Okay, #Haiti is “completely flattened” and it’s owner, former Senator Gabriel Fortune, was reportedly in the building when the 7.2 earthquake struck the city earlier today. pic.twitter.com/tFhzGZgWio
— HaitiInfoProj (@HaitiInfoProj) August 14, 2021
L’hôpital général aux Cayes est débordé. Beaucoup de blessés. Beaucoup de maisons se sont effondrées aux Cayes. Dont un hôtel.
? Jose Flécher
Bilan partiel #Haiti #earthquake 14-08-21 pic.twitter.com/pze11oojI8— Frantz Duval (@Frantzduval) August 14, 2021
২০১০ সালে এরকমই এক ভয়ঙ্কর ভূকম্পনে দুলে উঠেছিল হাইতি। পোর্ত-অউ-প্রিন্স ও সংলগ্ন শহরগুলি একেবারে তছনছ করে দিয়েছিল সেবারও। ২০০,০০০ জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৩০০,০০০ জনের বেশি। আরও পড়ুন: বাবাকে না পেয়ে বাড়িওয়ালাকে ফোন করেছিল মেয়ে, দরজা ঠেলতেই দৃশ্য দেখে শিউরে উঠলেন মালিকের ছেলে