Afghanistan Earthquake 2022: দুঃস্বপ্নের মধ্যরাত এল ২২-এ, মুহূর্তের বিপর্যয়ের জেরে আফগান শহর হল ‘কবরস্থান’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 28, 2022 | 10:18 PM

Afghanistan Earthquake: দিনটা ছিল মঙ্গলবার। ২১ জুন। রাত ১ টা ৩০ মিনিট। প্রায় গোটা দেশ তখন ঘুমে আচ্ছন্ন। আচমকা তীব্র কম্পন।

1 / 6
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ওপর অনেক ধকল গিয়েছে ইতিমধ্যেই। তারই মধ্যে ২২-এ নেমে আসে নতুন অভিশাপ। ৬.২ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যায় সে দেশের একটা বড় অংশ। কয়েক মুহূর্তের বিপর্যয়ে মৃত্যু মিছিল দেখল আফগানিস্তান।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ওপর অনেক ধকল গিয়েছে ইতিমধ্যেই। তারই মধ্যে ২২-এ নেমে আসে নতুন অভিশাপ। ৬.২ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যায় সে দেশের একটা বড় অংশ। কয়েক মুহূর্তের বিপর্যয়ে মৃত্যু মিছিল দেখল আফগানিস্তান।

2 / 6
গত ২০ বছরে এত বড় বিপর্যয় দেখেনি আফগানিস্তান। কবরস্থানে শুধুই মৃতদেহের ভিড়। মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে যায়। শুধু একবার কম্পনেই নিস্তার মেলেনি। ঘটনার পরই ৪.৫ বা ৪.৩ মাত্রার আফটার শক অনুভূত হয় জায়গায় জায়গায়।

গত ২০ বছরে এত বড় বিপর্যয় দেখেনি আফগানিস্তান। কবরস্থানে শুধুই মৃতদেহের ভিড়। মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে যায়। শুধু একবার কম্পনেই নিস্তার মেলেনি। ঘটনার পরই ৪.৫ বা ৪.৩ মাত্রার আফটার শক অনুভূত হয় জায়গায় জায়গায়।

3 / 6
দিনটা ছিল মঙ্গলবার। ২১ জুন। রাত ১ টা ৩০ মিনিট। প্রায় গোটা দেশ তখন ঘুমে আচ্ছন্ন। আচমকা তীব্র কম্পন। মুহূর্তে গুঁড়িয়ে যায় একের পর এক বাড়ি। কয়েক মিনিটেই ঘুমন্ত শহর যেন কবরস্থানের চেহারা নেয়। চারপাশ থেকে ভেসে আসে আর্তনাদ।

দিনটা ছিল মঙ্গলবার। ২১ জুন। রাত ১ টা ৩০ মিনিট। প্রায় গোটা দেশ তখন ঘুমে আচ্ছন্ন। আচমকা তীব্র কম্পন। মুহূর্তে গুঁড়িয়ে যায় একের পর এক বাড়ি। কয়েক মিনিটেই ঘুমন্ত শহর যেন কবরস্থানের চেহারা নেয়। চারপাশ থেকে ভেসে আসে আর্তনাদ।

4 / 6
আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। কেঁপে ওঠে রাজধানী কাবুলও। কম্পন অনুভূত হয় পাক রাজধানী ইসলামাবাদেও। পরিস্থিতি সামাল দিতে না পেরে রাষ্ট্রপুঞ্জের দুয়ারে সাহায্য চাইতে হয় তালিবানকে।

আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। কেঁপে ওঠে রাজধানী কাবুলও। কম্পন অনুভূত হয় পাক রাজধানী ইসলামাবাদেও। পরিস্থিতি সামাল দিতে না পেরে রাষ্ট্রপুঞ্জের দুয়ারে সাহায্য চাইতে হয় তালিবানকে।

5 / 6
 কম্পনের অভিজ্ঞতা অবশ্য আফগানিস্তানের জন্য নতুন নয়। ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই চিহ্নিত এই দেশের। রাষ্ট্রপুঞ্জের দেওয়া তথ্য বলছে, গড়ে বছরে অন্তত ৫৬০ জনের মৃত্যু হয় ভূমিকম্পে। এক দশকে ভূমিকম্পের বলি অন্তত ৭০০০।

কম্পনের অভিজ্ঞতা অবশ্য আফগানিস্তানের জন্য নতুন নয়। ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই চিহ্নিত এই দেশের। রাষ্ট্রপুঞ্জের দেওয়া তথ্য বলছে, গড়ে বছরে অন্তত ৫৬০ জনের মৃত্যু হয় ভূমিকম্পে। এক দশকে ভূমিকম্পের বলি অন্তত ৭০০০।

6 / 6
২০২১-এর অগস্ট থেকেই নতুন করে তালিবানের হাতে চলে যায় কাবুলের ক্ষমতা। স্বাস্থ্য থেকে শিক্ষা, সব ক্ষেত্রেই অনেক ধাক্কা সামলাতে হয় আফগানিস্তানকে। আর বছর না ঘুরতেই নতুন বিপর্যয়। হাসপাতালগুলির অবস্থার জন্য বহু মানুষের প্রাণ বাঁচানো যায়নি। অর্থনীতিও হয়ে ওঠে একটা বড় চ্যালেঞ্জ।

২০২১-এর অগস্ট থেকেই নতুন করে তালিবানের হাতে চলে যায় কাবুলের ক্ষমতা। স্বাস্থ্য থেকে শিক্ষা, সব ক্ষেত্রেই অনেক ধাক্কা সামলাতে হয় আফগানিস্তানকে। আর বছর না ঘুরতেই নতুন বিপর্যয়। হাসপাতালগুলির অবস্থার জন্য বহু মানুষের প্রাণ বাঁচানো যায়নি। অর্থনীতিও হয়ে ওঠে একটা বড় চ্যালেঞ্জ।

Next Photo Gallery