Israel Palestine Conflict: ‘দরজা’ খুলল মিশর, রাফা সীমাান্ত দিয়ে গাজায় ২০০ লরি ত্রাণ ঢুকবে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 19, 2023 | 1:35 PM

জানা গিয়েছে, ওষুধ-সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, পানীয় জল, খাবার-সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সাহায্য লরি করে মিশর সীমান্ত থেকে গাজায় পাঠানো হবে। সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গিয়েছে, ২০০টি লরি করে তিন হাজার টন সাহায্য মিশর থেকে যাবে গাজায়। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা এল সিসির সঙ্গে বাইডেনের সাহায্য পাঠানো নিয়ে কথাও হয়েছে।

Israel Palestine Conflict: দরজা খুলল মিশর, রাফা সীমাান্ত দিয়ে গাজায় ২০০ লরি ত্রাণ ঢুকবে
এই ত্রাণ মিশর সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হবে
Image Credit source: AFP

Follow Us

জেরুজালেম: ঝাঁকে ঝাঁকে রকেট হামলার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। সেই সঙ্গে গাজা ভূখণ্ডে সব রকম পণ্য পরিবহণ বন্ধ করে দেয়। সেই সঙ্গে হামাসের ঘাঁটি ধ্বংস করতে লাগাতার এয়ারস্ট্রাইক চালায়। এর জেরে প্রচুর নিহীর গাজাবাসী গৃহহীন হয়েছেন। সেখানে খাদ্যের অভাব, হাসপাতালে ভিড়, চিকিৎসার জন্য ওষুধ নেই। হাসপাতালে জায়গা নেই। এই পরিস্থিতিতে হাসপাতালে রকেট হামলা ৫০০ জনের প্রাণ কেড়েছে। এর পর গাজার অবস্থার ভয়াবহতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বমহলে। ইজরায়েলে গিয়ে গাজাবাসীর জন্য অর্থসাহায্যের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিশর সীমান্ত হয়ে লরি ভর্তি ত্রাণ গাজায় ঢুকবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গিয়েছে, ওষুধ-সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, পানীয় জল, খাবার-সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সাহায্য লরি করে মিশর সীমান্ত থেকে গাজায় পাঠানো হবে। সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গিয়েছে, ২০০টি লরি করে তিন হাজার টন সাহায্য মিশর থেকে যাবে গাজায়। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা এল সিসির সঙ্গে বাইডেনের সাহায্য পাঠানো নিয়ে কথাও হয়েছে। এতে সিসি রাজি বলে জানিয়েছেন বাইডেন। এই ত্রাণ ইতিমধ্যে রাফা সীমান্তে জড়ো করা হচ্ছে। আগামীকাল তা গাজায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ইজরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হামলা শুরুর পর প্রচুর গাজাবাসী গাজার উত্তরাংশ ছেড়ে মিশর সীমান্তের দিকে ভিড় জমিয়েছিলেন। কিন্তু মিশর রাফা সীমান্ত বন্ধ রেখেছিল। গাজাবাসীকে সিনাই এলাকায় জায়গা দিতে রাজি ছিল না মিশর। কিন্তু গাজার ভয়াবহ পরিস্থিতিতে মিশর সাহায্য পৌঁছে দিতে রাজি হয়েছে।

Next Article