US Capitol Protest: ‘এক্ষুণি বন্ধ হোক যুদ্ধ’, বিক্ষোভকারীদের দখলে ক্যাপিটল হিল, গ্রেফতার ৩০০

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 19, 2023 | 9:08 AM

Israel Hamas Conflict: বুধবার ওয়াশিংটন ডিসির ক্য়াপিটল ঘিরে ফেলে প্যালেস্তাইনপন্থী সমর্থকরা। ক্যানন রোটুন্ডার ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।বিভিন্ন দলে ভাগ হয়ে যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। ইহুদি সংগঠনগুলি হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে।

US Capitol Protest: এক্ষুণি বন্ধ হোক যুদ্ধ, বিক্ষোভকারীদের দখলে ক্যাপিটল হিল, গ্রেফতার ৩০০
ক্যাপিটল হিলে বিক্ষোভ।
Image Credit source: AFP

Follow Us

ওয়াশিংটন: ফের উত্তপ্ত মার্কিন ক্যাপিটল। মার্কিন নির্বাচনের ফল ঘোষণার পরই ২০২১ সালের জানুয়ারি মাসে মার্কিন ক্যাপিটলে হামলা চালিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ব্যাপক ভাঙচুর করা হয়। এবার ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে উত্তেজনা ছড়াল মার্কিন ক্যাপিটলে। ওয়াশিংটন ডিসি ঘিরে ফেলে প্যালেস্তাইনপন্থীরা। অবিলম্বে ইজরায়েল-হামাসের যুদ্ধ থামানোর দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৩০০ বিক্ষোভকারীকে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ওয়াশিংটন ডিসির ক্য়াপিটল ঘিরে ফেলে প্যালেস্তাইনপন্থী সমর্থকরা। ক্যানন রোটুন্ডার ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।বিভিন্ন দলে ভাগ হয়ে যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। ইহুদি সংগঠনগুলি হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়তেই বিশাল পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের তরফে ক্যাপিটল হিলের কর্মীদের জন্য সতর্কতাও জারি করা হয়। প্রধান প্রবেশ ও বেরনোর পথের বদলে সুড়ঙ্গ ব্যবহার করতে বলা হয়। হাউস সার্জেন্টও পৌঁছন ঘটনাস্থলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রচুর পরিমাণ ব্যারিকেড ও ফেন্স দিয়ে গোটা ক্যাপিটল হিলের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়।

মার্কিন ক্যাপিটল পুলিশের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের ক্যাপিটল হিলের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না। তবুও মঙ্গলবার রাত থেকেই বিক্ষোভকারীরা ক্যাপিটল হিলের ভিতরে প্রবেশ করতে শুরু করে। বুধবার দুপুর থেকে পুলিশ বিক্ষোভকারীদের বের করার অভিযান শুরু করে। কমপক্ষে ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Next Article