সান ফ্রান্সিসকো: ফের টুইটারে (Twitter) বড় বদল। এবার টুইটের (Tweet) সংখ্যায় কাঁচি চালালেন ইলন মাস্ক। দিনে আপনি কটা টুইট পড়তে পারবেন, তার সংখ্য়া নির্দিষ্ট করে দিল টুইটার সংস্থা। ডেটা স্ক্রেপিং ও সিস্টেম ম্যানিপুলেশনের বিরুদ্ধে লড়াই করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুইটারের মালিক ইলন মাস্ক (Elon Musk)।
শনিবার ইলন মাস্ক জানান, এবার থেকে টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টের (Verified Account) ব্যবহারকারীরা দিনে ৬ হাজার পোস্ট পড়তে পারবেন। অন্যদিকে, যাদের অ্য়াকাউন্ট ভেরিফায়েড নয়, তারা দৈনিক ৬০০টি করে টুইট পড়তে পারবেন। একদম নতুন যে আন-ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টগুলি রয়েছে, তারা দৈনিক ৩০০টি করে টুইট পড়তে পারবেন।
ইলন মাস্ক টুইট করে বলেন, “চরম পর্যায়ে তথ্য় ঝাড়াই-বাছাইয়ের বিষয়টি খতিয়ে দেখতে আমরা সাময়িক একটি সীমা স্থির করেছি, তা হল- এবার থেকে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলি দৈনিত ৬০০০ পোস্ট পড়তে পারবেন। ভেরিফাই নয়, এমন অ্যাকাউন্টের ব্যবহারকারীরা দৈনিক ৬০০টি পোস্ট পড়তে পারবেন। নতুন, আনভেরিফায়েড অ্যাকাউন্টগুলি দিনে ৩০০টি করে টুইট পড়তে পারবেন।”
Rate limits increasing soon to 8000 for verified, 800 for unverified & 400 for new unverified https://t.co/fuRcJLifTn
— Elon Musk (@elonmusk) July 1, 2023
এরপরে ইলন মাস্ক পরে আরও একটি টুইটে জানান, শীঘ্রই টুইট পড়ার এই সীমা বাড়িয়ে দেওয়া হবে। শীঘ্রই ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীরা দৈনিক ৮ হাজার পোস্ট পড়তে পারবেন। আনভেরিফায়েড অ্যাকাউন্টের ব্য়বহারকারীরা দৈনিক ৮০০টি পোস্ট পড়তে পারবেন। নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহারকারীরা দৈনিক ৪০০টি করে পোস্ট পড়তে পারবেন। যদিও কবে থেকে এই নিয়ম চালু করা হবে, সে বিষয়ে এখনও কোনও কিছু জানানো হয়নি।
To address extreme levels of data scraping & system manipulation, we’ve applied the following temporary limits:
– Verified accounts are limited to reading 6000 posts/day
– Unverified accounts to 600 posts/day
– New unverified accounts to 300/day— Elon Musk (@elonmusk) July 1, 2023
এদিকে, মাস্কের এই ঘোষণার পরই বহু টুইটার ব্যবহারকারীরাই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এক ব্যবহারকারী বলেছেন, “প্রতি মিনিটেই আমরা ১০০টি পোস্টটি দেখে ফেলি। যদি এই নিয়ম চালু করা হয়, তবে দুইদিনেই টুইটার শেষ হয়ে যাবে।”
আরেক টুইটার ব্যবহারকারী বলেন, “এটা একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ। অ্যাপ্লিকেশনে কতক্ষণ সময় কাটাচ্ছেন, তার উপর ভিত্তি করেই বিজ্ঞাপন আসে। এই নিয়মের ফলে মানুষ আরও কম টুইটার ব্য়বহার করবেন।”