Bizzare: কুমিরকে বিয়ে করলেন মেয়র, খেলেন চুমুও! বললেন, ‘আমরা দুজন দুজনকে ভালবাসি’

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 02, 2023 | 10:12 AM

Marriage: জানা গিয়েছে, দুই জনজাতির মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে এবং সৌভাগ্য আনতে কুমিরের সঙ্গে কোনও ব্যক্তির বিয়ে দেওয়া হয়। ভাল ফলনের জন্য বিগত ২৩০ বছর ধরে এই রীতিই অনুসরণ করে আসছেন সাধারণ মানুষজন। 

Bizzare: কুমিরকে বিয়ে করলেন মেয়র, খেলেন চুমুও! বললেন, আমরা দুজন দুজনকে ভালবাসি
কুমিরকে বিয়ে করলেন মেয়র!
Image Credit source: AFP

Follow Us

মেক্সিকো: প্রেমে পড়েছেন মেয়র। ভালবাসা পেল পরিণতিও। তবে এই প্রেম মানুষের সঙ্গে মানুষের নয়! যাবতীয় প্রথা মেনে মেয়র বিয়ে করলেন একটি কুমিরকে। পাশে দাঁড়িয়ে হাততালি দিলেন সকলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোয়। সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হিউগো সোসা  সম্প্রতিই অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা নামক একটি কুমিরকে বিয়ে করেন। মানুষ ছেড়ে হঠাৎ কুমিরকে বিয়ে করার এই সিদ্ধান্তের পিছনে রয়েছে প্রাচীন এই রীতি। শহরের মানুষদের সৌভাগ্য আনতেই তিনি কুমিরকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন।

সাধারণ মানুষের চোখে কুমির হলেও, স্থানীয় গাথায় কুমিরকে ‘দ্য প্রিন্সেস গার্ল’ বলেই উল্লেখ করা হয়েছে। প্রাচীন প্রথা মেনে, যাবতীয় রীতি-নীতি অনুসরণ করে কুমিরকে বিয়ে করেন মেয়র সোসা। তিনি তাঁর স্ত্রীর প্রতি সর্বদা অনুগত থাকবেন বলেও জানিয়েছেন। বিয়ের অনুষ্ঠান মেটার পরই তিনি বলেন, “আমরা একে অপরকে ভালবাসি, তাই আমি  এই দায়িত্ব নিয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া ভালবাসা ছাড়া বিয়ে হতে পারে না। আমি প্রিন্সেস গার্লের সঙ্গে বিয়ে স্বীকার করছি।”

জানা গিয়েছে, দুই জনজাতির মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে এবং সৌভাগ্য আনতে কুমিরের সঙ্গে কোনও ব্যক্তির বিয়ে দেওয়া হয়। ভাল ফলনের জন্য বিগত ২৩০ বছর ধরে এই রীতিই অনুসরণ করে আসছেন সাধারণ মানুষজন।

রীতি অনুযায়ী, বিয়ের আগে কুমিরটিকে বাড়িতে নিয়ে আসা হয়। আগে রাজা, বর্তমানে মেয়র তার হাত ধরে নাচ করেন। কুমিরটিকে একটি সবুজ স্কার্ট ও হাতে বোনা টিউনিক পরানো হয়। বিয়ের রীতি মেনে মাথায় ওড়নাও দেওয়া হয়। যাতে কামড় খেয়ে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য কুমিরটির মুখ বেঁধে রাখা হয়।

Next Article