Imran Khan : ‘পাকিস্তানে পারমাণবিক হামলা হলে ভালো…’ নিজের দেশকে নিয়ে এ কী বললেন ইমরান খান!

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 14, 2022 | 10:37 PM

Imran Khan : পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি অনেকদিন আগেই খুইয়েছেন। এবার বর্তমান শাহবাজ় শরিফকে তোপ দাগতে পিটিআই প্রধান বললেন, ‘চোরেদের হাতে ক্ষমতা থাকার থেকে ভালো পাকিস্তানে পারমাণবিক হমলা হোক।’

Imran Khan : ‘পাকিস্তানে পারমাণবিক হামলা হলে ভালো...’ নিজের দেশকে নিয়ে এ কী বললেন ইমরান খান!
ছবি: ফাইল চিত্র

Follow Us

ইসলামাবাদ : দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর পাকিস্তানের (Pakistan) গদি হারিয়েছেন ইমরান খান (Imran Khan)। এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী  নিজের দেশেই পারমাণবিক বোমা ফেলার কথা বললেন! সরকারে থাকা শাহবাজ় শরিফকে তোপ দাগতে পিটিআই প্রধান বললেন, ‘চোরেদের হাতে ক্ষমতা থাকার থেকে ভালো পাকিস্তানে পারমাণবিক হমলা হোক।’ পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় ইমরান খান এহেন মন্তব্য করেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) চেয়ারম্যান আরও জানান, দেশের উপর যেভাবে এই ‘চোরদের’ জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, তা দেখে তিনি হতবাক হয়েছিলেন।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী, ইমরান খান বলেন, ‘যে শক্তিশালী লোকেরা পূর্ববর্তী শাসকদের দুর্নীতির গল্প শোনাতেন, তাঁরা আমাকে অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করার পরিবর্তে আমার সরকারের কর্মক্ষমতার দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া শুরু করেছিলেন।’ তিনি আরও বলেন যে ‘চোরেরা’ ক্ষমতায় এসেছে প্রতিটি প্রতিষ্ঠান এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে। ইমরানে প্রশ্ন, ‘এখন আমি জিজ্ঞাসা করতে চাই যে কোন সরকারি কর্মকর্তা এই অপরাধীদের মামলা তদন্ত করবেন?’

এর আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ বলেছিলেন যে ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য করে বক্তৃতা দিয়ে পাকিস্তানের জনগণের মন বিষিয়ে তুলছেন। শাহবাজ় বলেছিলেন, ‘ইমরান খান বারবার আমাদের (তৎকালীন বিরোধী দল এবং এখন সরকার) চোর-ডাকাত বলায় জাতি বিভক্ত হয়েছে।’ এই আবহে পিটিআই চেয়ারম্যান শাহবাজ় শরিফের সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ২০ মে অনুষ্ঠিত হতে চলা ‘লং মার্চের’ সময় কোনও শক্তিই তাঁদের রাজধানী ইসলামাবাদে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। ইমরানের হুঁশিয়ারি, প্রকৃত স্বাধীনতা পেতে এবং ‘আমদানি করা সরকারের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইসলামাবাদে পৌঁছাবে ২০ লাখেরও বেশি মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর সমর্থকদের বলেছিলেন যে বর্তমান সরকার তাদের আবেগকে ‘ভয়’ করে এবং যোগ করেন যে তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য ১১টি দল একত্র হয়েছিল। তবে তিনি মানুষের সমর্থনে এই সরকারের পতন ঘটাবেন।

Next Article