S Jaishankar in Mozambique: আফ্রিকার দেশ মোজাম্বিকে গিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেনে চড়লেন জয়শঙ্কর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 14, 2023 | 10:12 AM

Made in India Train: মোজাম্বিকে রেল পরিষেবার উন্নতিতে সহায়তা করছে ভারত। ভারতে তৈরি ট্রেন চলছে আফ্রিকার এই দেশে। মোজাম্বিকে সফরে গিয়ে ভারতে তৈরি সেই ট্রেনে চড়লেন জয়শঙ্কর।

S Jaishankar in Mozambique: আফ্রিকার দেশ মোজাম্বিকে গিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেনে চড়লেন জয়শঙ্কর
মোজাম্বিকে ট্রেন সফরে জয়শঙ্কর। সঙ্গে সে দেশের পরিবরণ মন্ত্রী।

Follow Us

মাপুতো: আফ্রিকার দেশ মোজাম্বিকে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সে দেশে গিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেনে চড়লেন তিনি। মোজাম্বিকের পরিবহণ মন্ত্রীকে সঙ্গে নিয়েই এই ট্রেন সফর করেছেন তিনি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইলেকট্রিক ট্রেন ব্যবস্থা গড়ে তোলায় সহায়তা, জল পরিবহণে সাহায্য করার ব্যাপারে মোজাম্বিকের মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন জয়শঙ্কর। তিন দিনের সফরে বৃহস্পতিবার মোজাম্বিকে পৌঁছেছেন তিনি। ১৩ থেকে ১৫ এপ্রিল সেখানে থাকবেন তিনি। আফ্রিকার দেশে গিয়ে সেখানকার প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করেছেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বার্তাও দিয়েছেন। আফ্রিকার এই দেশে এই প্রথম কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পা রাখলেন।

 

মোজাম্বিকে রেল পরিষেবার উন্নতিতে সহায়তা করছে ভারত। ভারতে তৈরি ট্রেন চলছে আফ্রিকার এই দেশে। মোজাম্বিকে সফরে গিয়ে ভারতে তৈরি সেই ট্রেনে চড়লেন জয়শঙ্কর। নিজেরই টুইট করে জানিয়েছেন সেই কথা। মোজাম্বিকের পরিবহণ মন্ত্রীর সঙ্গে ট্রেন যাত্রার ছবি-ভিডিয়ো পোস্ট করেছেন বিদেশমন্ত্রী। তিনি লিখেছেন, “মোজাম্বিয়ান পরিবহণ মন্ত্রীর সঙ্গে মেড ইন ইন্ডিয়া ট্রেনে যাত্রা করলাম। মাপুতো থেকে মাচাভা পর্যন্ত গেলাম এই ট্রেন।” রাইসটের কর্তা রাহুল মিত্তলও তাঁর সঙ্গে এই সফরে যোগ দিয়েছিলেন বলে্ জানিয়েছেন বিদেশমন্ত্রী।

 

মোজাম্বিকে গিয়ে সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও দেখা করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একটি মন্দিরেও গিয়েছিলেন তিনি। টুইটে তিনি লিখেছেন, “মাপুতোর শ্রী বিশ্বম্ভর মহাদেব মন্দিরে পুজো দিলাম আজ সন্ধ্যায়। এখানকার ভারতীয়দের সঙ্গে কথা বলে খুব ভাল লাগল।”

 

এর পাশাপাশি মোজাম্বিকের টিকা-বুজি-নোভা-সোফালা সড়কপথ নির্মাণে সাহায্য করছে ভারত। সেই সড়কপথের অংশ বুজি ব্রিজ তৈরির কাজ শেষ হয়েছে। মোজাম্বিক সফরে গিয়ে সেই ব্রিজ উদ্বোধন করেছেন জয়শঙ্কর। এ সংক্রান্ত একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি।

 

উগান্ডা থেকে মোজাম্বিকে গিয়েছেন বিদেশমন্ত্রী। উগান্ডায় সে দেশের প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনির সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্র যোগের আহ্বান জানিয়েছে।

Next Article