নোঙর করা শুরু হতেই কন্টেনারে বিস্ফোরণ, নিমেষে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ল জাহাজে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 08, 2021 | 6:40 AM

স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এই ধরনের ঘটনা খুবই কম ঘটে। কী থেকে ওই কন্টেনারে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি।

নোঙর করা শুরু হতেই কন্টেনারে বিস্ফোরণ, নিমেষে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ল জাহাজে
ছবি: সংগৃহীত।

Follow Us

দুবাই: বিস্ফোরণ, তার পরই আগুন। দুবাই (Dubai) বন্দরে বুধবার রাতে একটি জাহাজের কন্টেনারে আগুন লাগে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির দরজা-জানলাও কেঁপে ওঠে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জেবেল আলি বন্দরে (Jebel Ali Port) নোঙর করার সময়ই আচমকাই জাহাজে রাখা কন্টেনার থেকে বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় সে দেশের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

মূলত যুদ্ধবিমানের ক্যারিয়ার আমদানি-রফতানি হয় এই বন্দর থেকে। ২০১৭ সাল থেকে আমেরিকার বাইরে অন্যতম ব্যস্ত বন্দর ছিল এই জেবেল আলি বন্দর। প্রায় আট হাজার সংস্থা জড়িত রয়েছেন এই বন্দরের সঙ্গে। দেশের জিডিপির ২৩ শতাংশও আসে কেবল এই বন্দরের মাধ্যমেই।

বিস্ফোরণের খবর মিলতেই নাশকতার আশঙ্কায় আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে কড়া নজরদারিও চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এই ধরনের ঘটনা খুবই কম হয়েছে। কী থেকে ওই কন্টেনারে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তেই চিন-আফগানের নয়া সমীকরণ 

Next Article