জর্জটাউন: ৫০ বছরেরও বেশি সময়ে প্রথমবার। দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ গায়ানা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৬ বছরে এই প্রথম ভারতীয় কোনও প্রধানমন্ত্রী গায়ানা সফরে গেলেন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান সে দেশের প্রেসিডেন্ট ইরফান আলি।
৫৬ বছরে এই প্রথম ভারতীয় কোনও প্রধানমন্ত্রী গায়ানা সফরে গেলেন। নাচ-গান ও গার্ড অব অনারের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। তাঁকে স্বাগত জানাতে যান গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি। উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রীরাও।
#WATCH | Dr Mohamed Irfaan Ali, President of Guyana along with 4 ministers from Guyana, PM of Grenada and PM of Barbados received Prime Minister Narendra Modi at a hotel in Georgetown, Guyana
PM Modi is on a 2-day visit to Guyana. During his visit, PM Modi will hold a bilateral… pic.twitter.com/mXVaOdy0fP
— ANI (@ANI) November 20, 2024
দক্ষিণ আমেরিকার এই ছোট্ট দেশে এই প্রথম সফর প্রধানমন্ত্রীর। সফরের আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন যে গায়ানায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন তিনি। ১৮৫ বছর আগে ভারত থেকে গায়ানায় স্থানান্তরিত হয়েছিলেন তারা।
#WATCH | PM Narendra Modi witnesses cultural performances in Georgetown, Guyana
PM Modi is on a 2-day visit to Guyana. During his visit, he will hold a bilateral with President Mohamed Irfaan Ali and will address a special sitting of Guyana’s parliament. He will also join… pic.twitter.com/cUoyKPJcir
— ANI (@ANI) November 20, 2024
প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। সিডেন্ট ইরফান আলি সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্যও রাখবেন। পাশাপাশি গ্রেনাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্ডিয়া-ক্যারিকম বৈঠকের দ্বিতীয় সংস্করণেও যোগ দেবেন মোদী।
প্রসঙ্গত, ক্যারিকম হল ক্যারিবিয়ান সাগরের বিভিন্ন দ্বীপরাষ্ট্রের সংগঠন। ২১টি দেশের মধ্যে ১৫টি দেশ এর সদস্য, ৬টি দেশ সহযোগী সদস্য।