PM Modi-Vladimir Putin: হাসিমুখে সাক্ষাৎ-বৈঠক, তবুও নমোকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন না রুশ প্রেসিডেন্ট!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 17, 2022 | 8:42 AM

PM Modi-Vladimir Putin: শুক্রবারই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতেই উজবেকিস্তানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকও করেন তিনি।

PM Modi-Vladimir Putin: হাসিমুখে সাক্ষাৎ-বৈঠক, তবুও নমোকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন না রুশ প্রেসিডেন্ট!
রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী। ছবি:PTI

Follow Us

সমরখন্দ: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে মুখোমুখি এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘণ্টাখানেক মুখোমুখি বৈঠক করেন তারা দু’জন, তবুও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘প্রিয় বন্ধু’ নরেন্দ্র মোদীকে  বৈঠক শেষে ‘অল দ্য বেস্ট’  বললেও, জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানালেন না রুশ প্রেসিডেন্ট। খারাপ ব্যবহার নয়, কী কারণে তিনি প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানাননি, তার কারণও জানালেন তিনি নিজেই।

শুক্রবারই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতেই উজবেকিস্তানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী মোদীর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকও করেন তিনি। দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে দ্বিপাক্ষিক সম্পর্ক- একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আগামিদিনের জন্য শুভেচ্ছা জানালেও, জন্মদিনের অগ্রিম শুভেচ্ছাবার্তা জানাননি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

পুতিন বলেন, “আমি ভারতকে শুভেচ্ছা জানাতে চাই। আমি জানি যে আগামিকাল, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীর জন্মদিন। রাশিয়ার ঐতিহ্য অনুযায়ী আমরা কখনও আগে থেকে শুভেচ্ছা জানানো হয় না। তাই আমি এখন শুভেচ্ছা জানাচ্ছি না।”

একইসঙ্গে তিনি বলেন, “কিন্তু আমি এইটুকু বলতে চাই যে আমরা ওনার (প্রধানমন্ত্রী মোদী) জন্মদিনের কথা জানি এবং ওনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নেতৃত্বে ভারত যাতে আরও উন্নতি করে, এই কামনাই করি।”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত উন্নত হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চেও দুই দেশের সক্রিয়তা ও কূনৈতিক অংশীদারিত্ব নিয়ে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ নিয়ে টুইট করেন। টুইট বার্তায় তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দারুণ বৈঠক হল। বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি আমরা। দ্বিপাক্ষিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়েও আলোচনা করেছি আমরা।”

Next Article