ওয়াশিংটন: প্রকাশ্য রাস্তায় হুডখোলা জিপে সম্পূর্ণ নগ্ন অবস্থায় হস্তমৈথুন করতে গিয়ে ধরা পড়লেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। এক ট্রাক চালক তাণকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দিয়েছিলেন। তারপরই পুলিশ তাঁকে অশ্লীলতার দায়ে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই অধ্যক্ষ মাইকেল টিউকে ওই রকম আপত্তিকর অবস্থায় দেখা যায়।
ডিয়ারবর্ন পুলিশের প্রধান ইসা শাহিন জানিয়েছেন, “মিশিগান অ্যাভিনিউতে গাড়ি চালাতে চালাতে একজন ব্যক্তিকে পোশাকহীন অবস্থায় হস্তমৈথুন করতে দেখা গিয়েছে। জিপ গাড়িটির হুড খোলা থাকায় সবটাই ছিল দৃশ্যমান। মিশিগান অ্যাভিনিউতে একেবারে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে। এক ট্রাকচালক তাঁকে ওই অবস্থায় দেখে তাঁর ভিডিয়ো রেকর্ড করেন। তাতেও ওই ব্যক্তি নিজের কাজ বন্ধ করেননি।”
স্থানীয় প্রতিবেদন অনুসারে, গ্রেফতার হওয়া মাইকেল টিউ ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির আকাদেমিক প্রোগ্রাম এবং পরিষেবার সহকারী প্রভোস্ট এবং সহযোগী ভাইস প্রেসিডেন্ট। হস্তমৈথুন করতে করতে নগ্ন হয়ে কেন তিনি গাড়ি চালাচ্ছিলেন, সেই বিষয়ে এখনও তিনি কোনও মন্তব্য করেননি। ইউনিভার্সিটির একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনা নিয়ে তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বলেছেন, “১৯৮৯ সাল থেকে সংশ্লিষ্ট ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অনুষদ সদস্য এবং প্রশাসক ছিলেন। ডিয়ারবর্ন পুলিশের কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে জানার পর, বিশ্ববিদ্যালয় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত ও আইনি প্রক্রিয়া চলাকালীন তাঁকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন সাসপেনশন চলাকালীন মাইকেল টিউকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ঢুকতে দেওয়া হবে না। তবে তিনি এই কাজ করতে গিয়ে ধরা পড়ায় সকলেই বিস্মিত। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্রটি বলেছেন, “আমরা ক্যাম্পাসে তাঁকে কখনও এই ধরনের কোনও অনুপযুক্ত আচরণ বা কাজ করতে দেখিনি। তিনি এরকম করতে পারেন তা আমাদের ধারণার বাইরে ছিল।” মিশিগান পুলিশ মাইকেল টিউয়ের বিরুদ্ধে অশ্লীল প্রদর্শন এবং প্রকাশ্যে অশালীন আচরণের অভিযোগে মামলা করেছে।