জেড্ডা: জীবনে সুখ চেয়েছিলেন তিনি। আর সেই সুখের সন্ধানে জীবনের ৬৩টি বছরে ৫৩ জন মহিলাকে বিয়ে করেছেন সৌদি আরবের বাসিন্দা আবু আবদুল্লাহ! নাম কিনেছেন, “শতাব্দীর সেরা বহুগামী পুরুষ” হিসেবে। এতগুলি বিবাহ করলেও আবু আবদুল্লাহর দাবি, একজন মহিলার সঙ্গেই সারা জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। স্থিতাবস্থা চেয়েছিলেন জীবনে। আর সেই আদর্শ মহিলা সঙ্গিনীর খোঁজেই এতগুলি বিয়ে করে ফেলেছেন তিনি।
সৌদি মালিকানাধীন এক টিভি চ্যানেলকে সম্প্রতি এক সাক্ষাৎকারে, তাঁর বিবাহ অভিযানের কাহিনি শুনিয়েছেন আবু। তিনি বলেছেন, “আমি দীর্ঘ কয়েক বছরে ৫৩ জন মহিলাকে বিয়ে করেছি। প্রথম বিয়ের সময় আমার বয়স ছিল ২০ বছর এবং সেই মহিলা আমার থেকে বয়সে ছয় বছরের বড় ছিল। প্রথম বিয়ের সময় আমার একাধিক মহিলাকে বিয়ে করার কোনও পরিকল্পনা ছিল না। ওই হিলার সঙ্গেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম এবং আমাদের সন্তানও হয়েছিল।”
তবে, কয়েক বছর যেতে না যেতেই সেই সম্পর্কের সমস্যা দেখা দিয়েছিল। যার জেরে ২৩ বছর বয়সে ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন আবু আব্দুল্লাহ। তাঁর প্রথম স্ত্রীকে সেই সিদ্ধান্তের কথা জানিয়েওছিলেন। কিন্তু, দ্বিতীয় বিয়ে করেও জীবনে সুখ আসেনি আবুর। প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলার জেরে আবু আবদুল্লাহ তৃতীয় এবং চতুর্থবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। পরে তিনি তাঁর প্রথম দুই স্ত্রীকে তালাকও দিয়েছিলেন।
আবু আবদুল্লাহর দাবি, তাঁর এতগুলি বিয়ের করার একমাত্র কারণ ছিল, এমন একজন মহিলাকে খুঁজে পাওয়া, যিনি তাঁকে খুশি রাখতে পারবেন। এতগুলি বিবাহ করলেও, কোনও স্ত্রীর সঙ্গেই তিনি কোবনও অন্যায্য আচরণ করেননি বলে দাবি করেছেন আবু। তিনি আরও জানিয়েছেন, তাঁর একটি বিয়ে মাত্র এক রাত টিকেছিল। অধিকাংশ ক্ষেত্রেই সৌদি মহিলাদেরই বিয়ে করেছেন আবু। তবে, বিদেশে ব্যবসায়িক সফরের সময় কয়েকজন বিদেশী মহিলাকেও স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। আবু সাফ বলেছেন, “বিদেশে আমি তিন থেকে চার মাস ধরে থাকতাম। তাই নিজেকে পাপ থেকে রক্ষা করতে বিয়ে করতাম।”
তিনি আরও বলেন, “পৃথিবীর প্রতিটি পুরুষই চায় এমন একজন নারীকে পেতে, যার সঙ্গে সে গোটা জীবন কাটাতে পারে। আসলে জীববের স্থিতিশীলতা কোনও যুবতীর সঙ্গ পাওয়া সম্ভব নয়, একজন প্রৌঢ় মহিলার থেকেই তা পাওয়া যায়।” মনে করা হচ্ছে আবু অবশেষে সেই মহিলার সন্ধান পেয়েছেন। বর্তমানে সেই মহিলাকেই তিনি বিয়ে করেছেন এবং তাঁর সঙ্গে সুখেই রয়েছেন। এখনও পর্যন্ত তাঁর ফের বিয়ে করার কোনও পরিকল্পনা নেই।