লন্ডন: বিদেশের মাটিতে ফের মৃত্যু ভারতীয় পড়ুয়ার। ওই যুবতী ব্রিটেনের লন্ডনে পিএইচডি করতে গিয়েছিলেন। গত সপ্তাহে তিনি যখন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি ট্রাক এসে তাঁকে চাপা দিয়ে দেয়। জানা গিয়েছে, ওই যুবতী দেশের থিঙ্ক ট্যাঙ্ক, নীতি আয়োগের প্রাক্তন সদস্য ছিলেন।
জানা গিয়েছে, মৃত যুবতীর নাম চেষ্টা কোচার (৩৩)। তিনি নীতি আয়োগের সদস্য় ছিলেন। পরবর্তী সময়ে নীতি আয়োগে চাকরি ছেড়ে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পিএইচডি করতে যান। সেখানেই গত সপ্তাহে পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই দুঃসংবাদ দেন। তিনি লেখেন, “চেষ্টা কোচার আমার সঙ্গে নীতি আয়োগের হ্যাশট্যাগ লাইফ প্রোগ্রামে কাজ করেছিল। নাজ ইউনিটে কাজ করেছিল সে। পরে ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে বিহেভিয়ারাল সায়েন্সে পিএইচডি করতে যাব। লন্ডনে একটি ট্রাফিক দুর্ঘটনায় ওঁর মৃত্যু হয়েছে। ও অত্যন্ত উজ্জ্বল, ব্রিলিয়ান্ট ও সাহসী ছিল। জীবনশক্তিতে ভরপুর ছিল। অনেক আগেই চলে গেল ও। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
জানা গিয়েছে, গত ১৯ মার্চ যখন চেষ্টা সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন, তখন একটি গারবেজ ট্রাক তাঁকে ধাক্কা মারে। চেষ্টার ঠিক সামনেই ছিলেন তাঁর স্বামী প্রশান্ত। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান, কিন্তু কিছু করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চেষ্টার।
চেষ্টার বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসপি কোচার লন্ডনে গিয়েছেন চেষ্টার দেহ দেশে ফিরিয়ে আনার জন্য। গুরুগ্রামে তাঁদের আসল বাড়ি। দিল্লি বিশ্ববিদ্যালয়, অশোকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া ও ইউনিভার্সিটি অব চিকাগো থেকেও পড়াশোনা করেছিলেন চেষ্টা।