নদীতে ভাসছে ভরি ভরি সোনা, যেন ‘এল ডোরাডো’

নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে নদী থেকে বিচ্ছুরিত হচ্ছে উজ্জ্বল আলো।

নদীতে ভাসছে ভরি ভরি সোনা, যেন 'এল ডোরাডো'
পেরুর নদীতে সোনা
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 4:58 PM

পেরু: এল ডোরাডো-সোনার শহর, লোকমুখে এখনও ঘুরে বেড়ায় এই কথাগুলি। কিন্তু সোনার নদী! ভরি ভরি তরল সোনা যদি ভেসে বেড়ায় নদীতে? সেই ছবিই প্রকাশ্যে এনেছে নাসা। যেখানে দেখা যাচ্ছে একটি নদী দিয়ে ভেসে যাচ্ছে সোনার চাঁই। নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে নদী থেকে বিচ্ছুরিত হচ্ছে উজ্জ্বল আলো।

কোন নদীতে ভাসছে সোনা?

দক্ষিণ আমেরিকার পেরুর (Peru) একটি নদীর এই ছবি তুলেছে নাসা। সেই নদীগুলি আমাজনের বনাঞ্চলের অন্তর্গত। আমাজনের ওই অঞ্চলে সোনার খনির উপস্থিতির কথা আগেও একাধিকবার জানা গিয়েছে। সেই খনিগুলি থেকেই সোনা বেরিয়ে আসছে বলে মত বিশেষজ্ঞদের।

কীভাবে আসছে সোনা?

নাসার আর্থ অবজারভেটারির তরফে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপক জাস্টিন উইলকনসিন জানিয়েছেন, জলের উপরে সূর্যের আলোর প্রতিফলনের জন্যই এই ছবি উঠেছে। আমাজন বনাঞ্চল সংলগ্ন একাধিক নদী বয়ে গিয়েছে সোনার খনির পাশ দিয়ে। সেই খনিগুলি থেকে চোরাকারবারের মাধ্যমে সোনা পাচার করে হাজার হাজার মানুষ। সেই সোনা তোলার জন্যই নদীগুলির সঙ্গে মিশে যাচ্ছে খনি। যার ফলে নদীর জলে প্রতিফলনের ফলে এমন দৃশ্য দেখা যাচ্ছে নাসার ছবিতে।