কলম্বো: কঠিন মুহূর্তে দেশবাসীকে ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। চরম আর্থিক সঙ্কট, জ্বালানি সঙ্কটের জেরে যেখানে দ্বীপরাষ্ট্র জর্জরিত, সেই সময় দেশবাসীর পাশে না দাঁড়িয়ে, সেনা বাহিনীর সাহায্যে সপরিবারে দেশ ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, গ্রেফতারির ভয়ে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার আগেই সপরিবারে তিনি মলদ্বীপে পালিয়ে গিয়েছেন। সেখানে পুলিশি নিরাপত্তায় তিনি গোপন জায়গায় গা ঢাকা দিয়েছেন। এদিকে, প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, প্রেসিডেন্ট রাজাপক্ষ মলদ্বীপে নয়, ভারত বা দুবাইয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিশেষ কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়।
সূত্রের খবর, মঙ্গলবার রাতেই শ্রীলঙ্কার সেনাবাহিনীর আন্তোনভ-৩২ বিমানে স্ত্রী ও এক দেহরক্ষীকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সেখান থেকে মলদ্বীপে পৌঁছলে, সে দেশের পুলিশের সহায়তায় গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয় তাঁদের। যাবতীয় নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে পলাতক প্রেসিডেন্টের জন্য, এমনটাই সূত্রের খবর।
তবে মলদ্বীপে আশ্রয় নিতে চাননি গোতাবায়া। গা ঢাকা দেওয়ার জন্য তাঁর প্রথম পছন্দ ছিল দুবাই। চলতি সপ্তাহের সোমবারই বাণিজ্যিক বিমানে করে তিনি দুবাইয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কার আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায়, সমস্ত যাত্রীকে সাধারণ চেক-ইন কাউন্টারের মাধ্যমেই বিমানবন্দরে প্রবেশ করতে হবে বলে জানানো হয়। গোটা দেশই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, এই পরিস্থিতিতে জনগণের সামনে এলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এই আশঙ্কাতেই বিমানবন্দরে যাননি গোতাবায়া ও তাঁর পরিবার। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার দুবাই যাওয়ার মোট চারটি ফ্লাইট হাতছাড়া করেছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে।
বিক্ষোভ যখন বাড়ছিল, সেই সময় ভারতে পালিয়ে আসার কথাও চিন্তাভাবনা করেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। কিন্তু ভারতের বন্দরে অন্য দেশের সামরিক জাহাজ নোঙর করার জন্য যে দীর্ঘ অনুমতি নেওয়ার প্রয়োজন, তা না পেয়ে সেই পরিকল্পনাও বাতিল করে দেন তারা। মঙ্গলবারও এক দল ব্যক্তিকে নৌবাহিনীর ঘাঁটিতে যেতে দেখা যায়। অনুমান করা হচ্ছে, দেশ ছাড়ার জন্যই পথ খুঁজছে গোটা রাজাপক্ষে পরিবার। এই প্রসঙ্গে শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়েছে, গোতাবায়া রাজাপক্ষেকে শ্রীলঙ্কা ছাড়তে মদত করেনি ভারত। শ্রীলঙ্কাবাসীর পাশেই রয়েছে ভারত সরকার।
এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ছোট ভাই বাসিল রাজাপক্ষে, যিনি গত এপ্রিল অবধি শ্রীলঙ্কার অর্থমন্ত্রী ছিলেন, তিনিও দুবাই যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানবন্দরের আধিকারিকেরা তাঁকে আটকে দেন।