Gunman Attack: বাড়িতে বসেই এলোপাথাড়ি গুলি চালিয়েছিল, পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকেই শেষ করে দিল আততায়ী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 23, 2022 | 1:05 PM

Washington: আমেরিকার বিভিন্ন শহরে বন্দুকবাজের হানা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাঝেমাঝেই বন্দুকধারী আততায়ীর হানায় নিরীহ সাধারণ মানুষের মৃত্যুর খবর সামনে আসে।

Gunman Attack: বাড়িতে বসেই এলোপাথাড়ি গুলি চালিয়েছিল, পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকেই শেষ করে দিল আততায়ী
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

ওয়াশিংটন: প্রাইমারি স্কুলের (Primary School) সামনে ঘটল মর্মান্তিক ঘটনা। শুক্রবার একটি বহুতলের ওপর থেকে এক যুবক নির্মমভাবে গুলি চালনা শুরু করে। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নির্দিষ্ট কোনও লক্ষ্য ছিল না, তিনি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। যুবকের ছোঁড়া গুলিতে ৪ জন জখম হয়েছেন বলেই জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের (United State of America) রাজধানী ওয়াশিংটনে (Washington) এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সী ওই যুবকের নাম রেমন্ড স্পেনসার। পুলিশ সূত্রে খবর, ওই যুবক ভার্জিনিয়ার বাসিন্দা। একটি ভিডিয়ো থেকে আততায়ীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ভিডিয়োটি ওই আততায়ীই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। ওয়াশিংটন মেট্রোপলিটান পুলিশের প্রধান রবার্ট কন্টি সাংবাদিকদের জানিয়েছেন, ভিডিয়োটি ভুয়ো হওয়ার সম্ভাবনা খুবই কম। ওয়াশিংটন পুলিশের পক্ষ থেকে ওই আততায়ীর ছবি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল, যে তদন্তের স্বার্থে এই ব্যক্তিকে তাদের প্রয়োজন। তবে ওই আততায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, গ্রেফতার করার জন্য স্পেনসারের বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সে আত্মহত্যা করেছিল। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ স্নাইপারের ধরনের একটি বন্দুক উদ্ধার করেছে। ট্রাইপডের ওপর বন্দুকটি বসানো ছিল।

আমেরিকার বিভিন্ন শহরে বন্দুকবাজের হানা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাঝেমাঝেই বন্দুকধারী আততায়ীর হানায় নিরীহ সাধারণ মানুষের মৃত্যুর খবর সামনে আসে। পুলিশ প্রধান জানিয়েছেন, এই বন্দুকবাজের গুলিতে যে ৪ জন আহত হয়েছিলেন তারা নিজেদের কাজে যাচ্ছিলেন। সহকারী পুলিশ প্রধান স্টুয়ার্ট এমেরম্যান জানিয়েছেন, গুলিতে জখম হওয়া ৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অপর জনের আঘাত ততটা গুরুতর নয়। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে বলেই জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উত্তর পশ্চিম ওয়াশিংটনের ভ্যান নেসের কাছে হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। সামনেই এডমন্ড বুর্ক প্রাইমারি স্কুল ছিল। তবে শুক্রবার স্কুলের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরই গুলি চালনার ঘটনা ঘটে। পুলিশ প্রধান জানিয়েছেন স্পেনসর মোট ২০ রাউন্ড গুলি চালিয়েছিল। তবে তদন্তকারীরা গুলি চালনার কারণ জানতে পারেনি।

আরও পড়ুন Boris Johnson: কেন ভারতে ফেরানো হচ্ছে না নীরব মোদী-বিজয় মাল্যকে, আসল কারণ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Next Article