জেরুজালেম: গাজার বিভিন্ন স্কুলের মধ্যেই বিস্ফোরক মজুত করছে হামাস বাহিনী। রবিবার একটি ভিডিয়ো প্রকাশ করে এ রকমই দাবি করল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ইজরায়েল সেনার প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাজার উত্তরাংশে অবস্থিত কিন্ডারগার্টেন স্কুল। সেখানেই বিস্ফোরক, যুদ্ধ সরঞ্জাম মজুত করেছে হামাস বাহিনী। গাজা ভূখণ্ডে ইতিমধ্যেই ঢুকে পড়েছে ইজরায়েল সেনা। সেই অভিযানে গিয়ে আইডিএফ-এর সদস্যরা দেখেছেন স্কুলের মধ্যে বিস্ফোরক মজুতের ছবি।
আইডিএফ টুইটে লিখেছে, “আইডিএফ বাহিনী অস্ত্র, গুলি এবং বিস্ফোরক খুঁজে পেল উত্তর গাজায় অবস্থিত এক কিন্ডারগার্টেন স্কুলে।” এই সব অস্ত্র এবং বিস্ফোরক তাঁরা বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। ইজরায়েলের অভিযোগ, এ ভাবেই হামাস বাহিনী লোকালয়ের মধ্যে অস্ত্র মজুত করে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। এই স্কুলের সঙ্গে আন্ডারগ্রাউন্ড টানেলের যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছে ইজরায়েল।
গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহল বার বার অনুরোধ করেছে ইজরায়েলকে। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি বিশ্বের এক মাত্র ইহুদি রাষ্ট্র। হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধে ইতি টানতে রাজি নয় ইজরায়েল। এমনকি ইজরায়েল চাইছে গাজার শাসনভার যেন কোনওভাবেই হামাসের হাতে না থাকে তা নিশ্চিত করতে। বদলে প্যালেস্তাইন অথোরিটির হাতে গাজার ক্ষমতা তুলে দিতে চাইছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
RAW FOOTAGE:
IDF troops found weapons, ammunition and explosive devices inside a Gazan kindergarten while operating in northern Gaza.Explosives. Inside a kindergarten.
The 551st Brigade exposed and destroyed weaponry found in civilian areas over the past two weeks, as well as… pic.twitter.com/4XqxJq6TLZ
— Israel Defense Forces (@IDF) November 12, 2023
৭ অক্টোবর ইজরায়েলে হামাসে রকেট হামলায় প্রচুর নিরীহ ইজরায়েলবাসীর মৃত্যু হয়। এর পরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইজরায়েল। সেই হামলায় এখনও অবধি মৃত্যু হয়েছে ১১ হাজারেরও বেশি জনের।