VIDEO: ঐতিহাসিক মুহূর্ত! গীতাকে সাক্ষী রেখে শপথগ্রহণ চলল অস্ট্রেলিয়ার সংসদে

Soumya Saha |

Feb 07, 2024 | 11:58 AM

Bhagvad Geeta: অস্ট্রেলিয়ার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। সৌজন্যে ভারতীয় বংশোদ্ভুত অস্ট্রেলিয় সেনেটর ব্যারিস্টার বরুণ ঘোষ। মঙ্গলবারই সেনেটর পদে শপথ গ্রহণ করেন বরুণ। শপথ গ্রহণের সময় তাঁর ডান হাতে ছিল ভগবৎ গীতা। অন্য হাতে ছিল শপথবাক্যের কাগজ। ভরা অস্ট্রেলিয় সংসদ ভবনে ভগবৎ গীতাকে সাক্ষী রেখে নিজের নতুন দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হলেন বরুণ ঘোষ।

VIDEO: ঐতিহাসিক মুহূর্ত! গীতাকে সাক্ষী রেখে শপথগ্রহণ চলল অস্ট্রেলিয়ার সংসদে
অস্ট্রেলিয়ার সংসদ
Image Credit source: Twitter

Follow Us

এ এক ঐতিহাসিক মুহূর্ত। পবিত্র ভগবৎ গীতাকে সাক্ষী রেখে চলল শপথ গ্রহণ, তাও অস্ট্রেলিয়ার সংসদ ভবনে। অস্ট্রেলিয়ার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। সৌজন্যে ভারতীয় বংশোদ্ভুত অস্ট্রেলিয় সেনেটর ব্যারিস্টার বরুণ ঘোষ। মঙ্গলবারই সেনেটর পদে শপথ গ্রহণ করেন বরুণ। শপথ গ্রহণের সময় তাঁর ডান হাতে ছিল ভগবৎ গীতা। অন্য হাতে ছিল শপথবাক্যের কাগজ। ভরা অস্ট্রেলিয় সংসদ ভবনে ভগবৎ গীতাকে সাক্ষী রেখে নিজের নতুন দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হলেন বরুণ ঘোষ।

পশ্চিম অস্ট্রেলিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি সংসদ ভবনে। ব্যারিস্টার বরুণ ঘোষকে পার্লামেন্টে স্বাগত জানিয়েছন অস্ট্রেলিয় বিদেশমন্ত্রী পেনি ওয়াং। এক্স হ্যান্ডেলে বরুণকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয় বিদেশমন্ত্রী লিখেছেন, “পশ্চিম অস্ট্রেলিয়া থেকে আমাদের নতুন সেনেটর বরুণ ঘোষকে স্বাগত জানাই। সেনেটর ঘোষ হলেন প্রথম অস্ট্রেলিয় সেনেটর যিনি ভগবৎ গীতা হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করেছেন।” এরপরর বিদেশমন্ত্রী ওয়াং আরও লিখেছেন, “যখন আপনার হাত দিয়ে কোনও কাজ শুরু হচ্ছে, তখন আগামী দিনে যাতে এই কাজের জন্য আরও কেউ থাকেন, সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে।” বরুণ ঘোষ যে পশ্চিম অস্ট্রেলিয়ার মানুষদের হয়ে জোরদার সওয়াল করবেন, সে বিষয়েও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয় বিদেশমন্ত্রী। বরুণ ঘোষকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী অ্যান্টলি অ্যালবানিজ়ও।

বরুণ ঘোষ থাকেন অস্ট্রেলিয়ার পার্থে। তাঁর বয়স যখন মাত্র ১৭ বছর, সে সময়ই বরুণের বাবা-মা ভারত থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন। বরুণ পেশায় একজন আইনজীবী। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে কলা বিভাগে ও আইনে ডিগ্রি। পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা। অতীতে নিউইয়র্কে ফিনান্স অ্যাটর্নি হিসেবে এবং ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের একজন কনসালট্যান্ট হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজনৈতিক কেরিয়ার শুরু হয় অস্ট্রেলিয়ায় লেবার পার্টিতে যোগ দেওয়ার পর থেকে।

 

 

Next Article