শিকাগো: মার্কিন মুলুকে ফের হামলার শিকার ভারতীয় পড়ুয়া। আমেরিকার শিকাগোয় ওই যুবকের উপরে হামলা করে একদল দুষ্কৃতী। বেধড়ক মারধর করে তাঁর থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত ওই যুবকের পরিবার এই ঘটনায় হস্তক্ষেপ ও যুবকের যাতে সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়, তার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম সইদ মাজ়াহির আলি। হায়দরাবাদের বাসিন্দা ওই যুবক। স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিকাগোর ইন্ডিয়ানা ওয়েসলিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হন। গত ৪ ফেব্রুয়ারি, শিকাগোর পশ্চিম রিজ অ্যাপার্টমেন্ট, যেখানে ওই যুবক থাকেন, তার সামনেই হামলা করে সশস্ত্র দুষ্কৃতীরা।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই যুবক যখন বাড়ি যাচ্ছিলেন, তার উপরো চড়াও হয় চারজন। আচমকাই তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে অভিযুক্তরা। তারপর তাঁর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আরেকটি ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে আলি, তার পিছনে ছুটছে চার দুষ্কৃতী।
মারধরের জেরে যুবকের নাক, মুখ সহ শরীরের একাধিক জায়গা কেটে যায়। আহত যুবক বলেন, “ওরা হঠাৎ আমার উপরে হামলা শুরু করে। আমার চোখে ঘুষি মারে, মুখে-বুকের পাঁজরে লাথি মারে। এরপর আমার মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। আমি হেল্প হেল্প করে চিৎকার করছিলাম।”
হামলার খবর শোনার পরই উদ্বেগ প্রকাশ করে আক্রান্ত যুবকের পরিবার। যুবকের স্ত্রী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেন। আমেরিকায় যাওয়ার জন্য সহায়তার আবেদন করেন। পাশাপাশি আমেরিকায় যাতে ওই যুবকের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই অনুরোধও জানান।