“১৯০৫-এ বঙ্গভঙ্গ-রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থি। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক।” সম্প্রতি, এক সাংবাদিক সম্মেলনে নির্দ্বিধায় এই কথা বলেছেন বাংলাদেশ সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। তাঁর আরও এক পরিচয়, তিনি বাংলাদেশের জামাতে ইসলামি দলের প্রাক্তন আমির তথা একাত্তরে গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত গোলাম আজমের ছেলে। এখানেই থামেননি জেনারেল আজমি। তাঁর আরও দাবি, ১৯৭১ সালে ভারতের চাপে নাকি বাংলাদেশের অস্থায়ী সরকার এই সঙ্গীতকে গ্রহণ করেছিল। তবে শুধু তিনি একাই নন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের একটা বড় অংশই মনে করছে, তাদের জাতীয় সঙ্গীত বদলের প্রয়োজন। কারণ ‘আমার সোনার বাংলা’ নাকি ভারতের চাপিয়ে দেওয়া।...