In Depth: ‘আমার সোনার বাংলা…’, কীভাবে হল বাংলাদেশের জাতীয় সঙ্গীত? ভারতের চাপে?

Sep 24, 2024 | 5:43 PM

Bangladesh national anthem: বিভিন্ন সময়ে জাতীয় সঙ্গীতের বিরোধিতা দেখা গিয়েছে পদ্মাপারে। কখনও বলা হয়েছে, এই গানে বাংলার কথা বলা হয়েছে, বাংলাদেশের নয়। কখনও বলা হয়েছে, এই গান ইসলামি মূল্যবোধ ও চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু, সত্যিই কি বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত ভারতের চাপিয়ে দেওয়া? কীভাবে 'আমার সোনার বাংলা' জাতীয় সঙ্গীত হয়ে উঠল বাংলাদেশের?

In Depth: আমার সোনার বাংলা..., কীভাবে হল বাংলাদেশের জাতীয় সঙ্গীত? ভারতের চাপে?
এই গান শুনলেই কেঁদে ফেলতেন বঙ্গবন্ধু, বিতর্কে 'আমার সোনার বাংলা...'
Image Credit source: TV9 Bangla

Follow Us

“১৯০৫-এ বঙ্গভঙ্গ-রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থি। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক।” সম্প্রতি, এক সাংবাদিক সম্মেলনে নির্দ্বিধায় এই কথা বলেছেন বাংলাদেশ সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। তাঁর আরও এক পরিচয়, তিনি বাংলাদেশের জামাতে ইসলামি দলের প্রাক্তন আমির তথা একাত্তরে গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত গোলাম আজমের ছেলে। এখানেই থামেননি জেনারেল আজমি। তাঁর আরও দাবি, ১৯৭১ সালে ভারতের চাপে নাকি বাংলাদেশের অস্থায়ী সরকার এই সঙ্গীতকে গ্রহণ করেছিল। তবে শুধু তিনি একাই নন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের একটা বড় অংশই মনে করছে, তাদের জাতীয় সঙ্গীত বদলের প্রয়োজন। কারণ ‘আমার সোনার বাংলা’ নাকি ভারতের চাপিয়ে দেওয়া।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন
Next Article