নিউইয়র্ক: আদালতে চলছে শুনানি, হঠাৎ পিছন থেকে চিৎকার। কেউ বেঞ্চের উপরে উঠে দাঁড়াচ্ছেন, কেউ আবার হাত-পা ছুঁড়ছেন ভয়ে। বিচার প্রক্রিয়া চলবে কি, আদালতের হুলুস্থুল সামলাতেই হিমশিম খাচ্ছেন সকলে। কারণ আদালতকক্ষ জুড়ে ঘুরে বেড়াচ্ছে আরশোলা। শুনানি চলাকালীনই হঠাৎ আদালতকক্ষে ছেড়ে দেওয়া হয় আরশোলা। আর সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে।
জানা গিয়েছে, মঙ্গলবার নিউইয়র্কের ক্যাপিটলের অ্যালবানি সিটি কোর্টে একটি মামলার শুনানি চলছিল। আচমকাই দেখা যায়, আদালতকক্ষে উপস্থিত এক মহিলা, যিনি আসামী পক্ষের হয়ে উপস্থিত ছিলেন, তিনি বিচার প্রক্রিয়ার রেকর্ডিং করছেন। সঙ্গে সঙ্গে তাঁকে রেকর্ডিং বন্ধ করতে বলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই বচসা শুরু হয়। কিছুক্ষণের জন্য ওই মহিলা আদালতকক্ষ ছেড়ে বেরিয়ে যান। কিছুক্ষণ বাদে ফের তিনি আদালতকক্ষে ফেরত আসেন। হাতে ছিল বেশ কয়েকটি প্লাস্টিকের বাক্স।
কিছুক্ষণ বাদেই দেখা যায়, আদালতের মেঝেতে শয়ে শয়ে আরশোলা ঘুরে বেড়াচ্ছে। উপস্থিত লোকজনের হাত-পা বেয়ে উঠতে শুরু করে সেই আরশোলা। এই ঘটনাকে কেন্দ্র করেই আদালতকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাধ্য হয়েই সকলকে আদালতকক্ষ থেকে বের করে দেওয়া হয়। আরশোলা তাড়ানোর জন্য সারাদিন আদালতকক্ষ বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই ৩৪ বছর বয়সী এক মহিলাকে আটক করা হয়েছে। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় উপযুক্ত প্রমাণের অভাবে। ওই মহিলাও মুখ খুলতে নারাজ। আদালতকক্ষে কেন তিনি আরশোলা ছেড়ে দিলেন, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।