Joe Biden: ‘৯/১১-র পর আমেরিকাও ভুল করেছিল…’, ইজরায়েলকে বাইডেনের সতর্কতা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 20, 2023 | 12:06 PM

Biden On Israel Hamas War: প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই গাজা ভূখণ্ডের আল আহলি হাসপাতালে এক রকেট হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৫০০ মানুষের। এরপর প্রায় গোটা বিশ্ব, ইজরায়েল-হামাসকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এই প্রেক্ষিতে, জো বাইডেনের এই সতর্কতা অত্যন্ত তাৎপর্যর্পূর্ণ বলে মনে করা হচ্ছে।

Joe Biden: ৯/১১-র পর আমেরিকাও ভুল করেছিল..., ইজরায়েলকে বাইডেনের সতর্কতা
হোয়াইট হাউস থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
Image Credit source: AFP

Follow Us

ওয়াশিংটন: ৯/১১ হামলার পর আমেরিকা যে ভুল করেছিল, তা যেন ইজরায়েল না করে। বৃহস্পতিবার (২০ অক্টোবর), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তেল আবিব সফরের সময় ইজরায়েল সরকারকে তিনি এই বিষয়ে সতর্ক করেছেন। সাবধান করেছেন, ইজরায়েলি সরকার যেন ‘ক্রোধে অন্ধ না হয়ে যায়’। বাইডেন জানান, ৯/১১ হামলার পর, মার্কিন সরকারও প্রচণ্ড রেগে গিয়েছিল। ক্ষোভে অন্ধ হয়ে বিচার চাইতে গিয়ে ভুল করেছিল আমেরিকা।

ইসরায়েল সফর থেকে ফিরে, হোয়াইট হাউস থেকে দেশের জনগণের উদ্দেশে টেলিভিশনে একটি ভাষণ দেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “গতকাল আমি ইজরায়েলে ছিলাম। আমি ইজরায়েল সরকারকে বলেছি ৯/১১ হামলার পর আমেরিকাও নরক দর্শন করেছিল। আমরাও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলাম। আমরা বিচার চেয়েছিলাম এবং তা পেয়েছিও। তবে, তা করতে গিয়ে অনেক ভুল করেছিলাম। তাই আমি ইসরায়েল সরকারকে সতর্ক করেছি, ক্ষোভে তারা যেন অন্ধ না হয়ে যায়। ”

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই গাজা ভূখণ্ডের আল আহলি হাসপাতালে এক রকেট হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৫০০ মানুষের। এরপর প্রায় গোটা বিশ্ব, ইজরায়েল-হামাসকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তবে, এই হামলা কারা করেছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। একদিকে হামাস কর্তৃপক্ষ দাবি করেছে, আকাশপথে এই হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। উল্টোদিকে ইজরালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামাস নয়, তবে আরও একটি প্যালেস্টাইনপন্থী জঙ্গি গোষ্ঠীর ছোড়া রকেট ভুল করে ওই ভবনের উপরে পড়েছে। ইজরায়েলের বয়ানেরই পুনরাবৃত্তি করেছে আমেরিকা। তবে, আল আহলি হাসপাতালে হামলার প্রেক্ষিতে, জো বাইডেনের এই সতর্কতা অত্যন্ত তাৎপর্যর্পূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে, আমেরিকার সমর্থনে যে কোনও ঘাটতি হবে না, তা তেল আবিব সফরের সময়ই বুঝিয়ে দিয়েছেন জো বাইডেন। ইজরায়েলকে সহায়তার জন্য আরও বেশি তহবিল দান করবে আমেরিকা। মার্কিন জোট এবং মার্কিন মূল্যবোধের দোহাই দিয়ে বাইডেন জানিয়েছেন, ইজরায়েলের দিক থেকে আমেরিকা যদি এখন মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমেরিকার মূল্যবোধের উপরই আঘাত করা হবে। এই মূল্যবোধই বিভিন্ন দেশের মার্কিন জোটে থাকার প্রেরণা। ইজরায়েলকে সহায়তার জন্য মার্কিন কংগ্রেসকে আরও ১০,০০০ কোটি মার্কিন ডলার তহবিল অনুমোদন করার জন্য অনুরোধ করেছেন বাইডেন। গাজায় স্থলপথে হামলার ইজরায়েলি প্রস্তুতি মধ্যেই আরও মার্কিন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Next Article