ওয়াশিংটন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladmir Putin) মুখে একাধিকবার ইউক্রেনে (Ukraine) নিউক্লিয়ার হামলা হুমকি শোনা গিয়েছে। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। তাঁর দাবি, রাশিয়া কোনওভাবে যুদ্ধ বিধ্বস্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কারণ পারমাণিক অস্ত্র ব্যবহার করলে বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। ২০১৪ সালে রাশিয়া অধীকৃত ক্রিমিয়া নিয়ে কথা বলার সময় একথা বলেন মাস্ক।
Exceptionally well-said https://t.co/UT8fXG0MeF
— Elon Musk (@elonmusk) October 17, 2022
এক টুইটার ব্যবহারকারী নিউক্লিয়ার যুদ্ধ ও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মাস্কের মতামত চেয়েছিলেন। জবাবে মাস্ক জানিয়েছেন, গোটা বিশ্বের তরফে বিভিন্ন রকমভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে ইলন বলেন, “রাশিয়া যদি ক্রিমিয়ার অধীকৃত অংশ হারানো এবং যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবে, তবে পরবর্তী প্রতিক্রিয়া অবশ্যম্বভাবী। আমরা সব রকমভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছি এবং তাদের আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছি, তাহলে তাদের আর হারানোর কী বাকি রয়েছে? রাশিয়া যদি পরমাণু হামলা করে তবে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী।”
Elon, do you still think there’s a possibility of nuke war or ww3?? @elonmusk
— Spidey_ElonFan (@spideycyp_155) October 17, 2022
বুধবার টুইট করে ইলন মাস্ক বলেন, তাঁর সংস্থা স্পেসএক্সের কমপক্ষে ২০ লক্ষ মার্কিন ডলার ক্ষতি হয়েছে কারণ রাশিয়া ইউক্রেনে তাদের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাঁর সংস্থা পরিষেবা প্রদান করার পরও মার্কিন প্রতিরক্ষা দফতরের তরফে কোনও টাকা পাচ্ছে না। কিন্তু ইলন মাস্ক জানিয়েছেন, আর্থিক ক্ষতি হলেও তারা কাজ চালিয়ে যাবেন। মাক্স টুইটের জবাবে জানিয়েছেন, আরও অনেক দেশ ও অনেক ব্যক্তি টার্মিনালের জন্য অর্থ প্রদান করছে।