Sweden Climate Minister: ২৬ বছর বয়সেই জলবায়ু মন্ত্রকের দায়িত্ব পেলেন রোমিনা, গড়লেন রেকর্ডও

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 20, 2022 | 9:50 AM

Romina Pourmokhtari: ২৬ বছর বয়সী রোমিনা লিবারেল পার্টির যুব সংগঠনের প্রধানের দায়িত্বে ছিলেন এবং তিনি জলবায়ু নিয়ে কখনও কাজ করেছেন বলে শোনা যায়নি।

Sweden Climate Minister: ২৬ বছর বয়সেই জলবায়ু মন্ত্রকের দায়িত্ব পেলেন রোমিনা, গড়লেন রেকর্ডও
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

স্টকহোম: সুইডেন সরকারের (Government of Sweden) নয়া জলবায়ু মন্ত্রী এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের দেশের বুধবার ২৬ বছর বয়সী রোমিনা পুরমুখটারিকে (Romina Pourmokhtari) জলবায়ু মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সুইডেন মন্ত্রিসভায় রোমিনা কনিষ্ঠতম বলেই জানা গিয়েছে। ডানপন্থী জোট সরকারের নেতা তথা নবনির্বাচিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মন্ত্রিপরিষদ সদস্যদের তরফে রোমিনার নাম প্রস্তাব দেওয়া হয়েছিল।

২৬ বছর বয়সী রোমিনা লিবারেল পার্টির যুব সংগঠনের প্রধানের দায়িত্বে ছিলেন এবং তিনি জলবায়ু নিয়ে কখনও কাজ করেছেন বলে শোনা যায়নি। সুইডেন ডেমোক্র্যাটস বা এসডির সঙ্গে তাঁর দলকে একই শ্রেণিতে ফেলার জন্য ক্রিস্টারসনের সমালোচনাও শোনা গিয়েছিল রোমিনার মুখে। ২০২০ সালে টুইটারে রোমিনা লিখেছিলেন, ‘এসডি ছাড়া উলফ ক্রিস্টারসন যা, এসডির সঙ্গেও উলফ ক্রিস্টারসন একই, না ধন্যবাদ।’

সুইডেনের রাজধানী স্টকহোমের মফঃস্বলের এক ইরানি পরিবারে জন্মেছিলেন রোমিনা। সুইডেন মন্ত্রিসভায় এর আগে ২৭ বছর বয়সী একজন মন্ত্রী ছিলেন। সবথেকে কম বয়সে মন্ত্রী হওয়ার সেই রেকর্ড রোমিনা ভেঙে দিয়েছেন। সুইডেনের জনপ্রিয় জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক আন্দোলন শুরু করেছিলেন।

ক্রিস্টারসন তাঁর জোটসঙ্গী, জাতীয়তাবাদী এবং অভিবাসন বিরোধী সুইডেন ডেমোক্র্যাটদের সঙ্গে একটি চুক্তির পর শুক্রবার সুইডেনের জোট সরকারের কথা ঘোষণা করেছিলেন। রাশিয়ার সঙ্গে তৈরি হওয়া উত্তেজনার মাঝে এই মন্ত্রিসভায় অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক যোগ করা হয়েছে। সুইডেনের নির্বাচনে ডেমোক্র্যাটরা বিশাল জয় পেয়েছিল এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।

Next Article