ভারতকে সবটুকু দিয়ে সাহায্য করার আশ্বাস বাইডেনের

সুমন মহাপাত্র |

Apr 28, 2021 | 11:02 AM

ফের একবার ভারতকে কৃতিত্ব দিয়ে জো জানান, আমেরিকা যখন করোনা অতিমারিতে দিক খুঁজে পাচ্ছিল না তখন ভারত সাহায্য করেছিল।

ভারতকে সবটুকু দিয়ে সাহায্য করার আশ্বাস বাইডেনের
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: করোনার (COVID) এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা আগেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট করে জানিয়েছিলেন, ভারতকে যথাসম্ভব সাহায্য করবে হোয়াইট হাউস। এ বার সাহায্যের ঝুলি ভারতের জন্য একেবারে উপুড় করে দেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার বাইডেন সাংবাদিকদের বলেন, “আমরা সাহায্যে কোনও খামতি রাখছি না। রেমডেসিভির থেকে শুরু করে অন্যান্য ওষুধ পাঠানোর ব্যবস্থা করছি।”

কয়েকদিন আগেও ভ্যাকসিনের কাঁচামাল দিতে রাজি ছিল না আমেরিকা। বাইডেন বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, আগে দেশের চাহিদা পূরণ করে তারপর অন্যত্র কাঁচামাল পাঠানো হবে। কিন্তু ভারতের পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ায় মত বদলায় আমেরিকা। ভারতকে ভ্যাকসিনের কাঁচামাল-সহ সব ধরনের সাহায্যের আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পরই ভ্যাকসিনের কাঁচামাল পাঠানোর কথা জানিয়েছিল আমেরিকা। এ বার আরও নির্দিষ্ট করে জো বাইডেন জানালেন, ভ্যাকসিন তৈরি করতে যা যা লাগে ভারতকে সব পাঠাবে আমেরিকা।

তবে প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ও পরিষ্কার করে দেন, এরপর যত দ্রুত সম্ভব অন্যান্য ভ্যাকসিন তৈরির দিকে মনোনিবেশ করতে হবে গবেষকদের। তিনি বলেন, “আমাদের অটা নিশ্চিত করতে হবে যেন নভোভ্যাক্সের মতো ভ্যাকসিনগুলি সঠিক সময়েই বাজারে আসে।” পাশাপাশি ফের একবার ভারতকে কৃতিত্ব দিয়ে জো জানান, আমেরিকা যখন করোনা অতিমারিতে দিক খুঁজে পাচ্ছিল না তখন ভারত সাহায্য করেছিল। সেই উপকারের কথা মাথায় রেখেই ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে মার্কিন মুলুক।

আরও পড়ুন: ‘আমরা এ লড়াই একসঙ্গে জিতব’, ভারতের পাশে দাঁড়িয়ে হিন্দিতে বার্তা ম্যাক্রঁর

Next Article