Imran Khan: তিনজনকে সন্দেহ ইমরানের, একজন পাক প্রধানমন্ত্রী, বাকিরা?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 04, 2022 | 1:55 AM

Imran Khan assassination attempt: বৃহস্পতিবার তাঁর উপর যে হামলা হয়েছে, তার পিছনে ষড়যন্ত্রকারী হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-সহ তিনজনকে চিহ্নিত করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

Imran Khan: তিনজনকে সন্দেহ ইমরানের, একজন  পাক প্রধানমন্ত্রী, বাকিরা?
লং মার্চে ইমরান খান

Follow Us

ইসলামাবাদ: বৃহস্পতিবার তাঁর উপর যে হামলার হয়েছে, তার পিছনে ষড়যন্ত্রকারী হিসেবে তিনজনকে চিহ্নিত করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনটাই জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পদস্থ নেতারা। ইমরানের ঘনিষ্ঠ সহযোগী তথা দলের নেতা আসাদ উমর এবং মিয়াঁ আসলাম ইকবাল জানিয়েছেন, ইমরানের মতে গুলি চালানো হয়েছিল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-সহ তিনজনের নির্দেশে।

বৃহস্পতিবার রাতে আসাদ উমর এবং মিয়াঁ আসলাম ইকবাল বলেছেন, “কিছুক্ষণ আগে, ইমরান খান আমাদেরকে তাঁর পক্ষ থেকে এই বিবৃতি জারি করতে বলেছেন। তিনি মনে করেন যে তিনজন ব্যক্তির নির্দেশে এই হামলা হয়েছিল – শেহবাজ শরীফ, রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়জল। তিনি জানিয়েছেন, তাঁর কাছে এই বিষয়ে তথ্য আসছে এবং তিনি সেই সকল তথ্যের ভিত্তিতেই এই কথা বলছেন।” রানা সানাউল্লাহ হলেন পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং মেজর জেনারেল ফয়জল নাসির, আইএসআই-এর ডিরেক্টর জেনারেল।

পিটিআই দলের সাধারণ সম্পাদক আসাদ উমর একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে বলেছেন, “এই তিনজনকেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। ইমরান খান বিপদে পড়েছেন খবর পেয়ে আমি তাঁর সঙ্গে কথা বলি। তিনি বলেছিলেন, তাঁর সুস্থ থাকা না থাকাটা আমাদের আল্লার উপর ছেড়ে দেওয়া উচিত। ইমরান খান দাবি করেছেন, এই তিনজনকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। আমরা ইমরানের খানের সম্মতির জন্য অপেক্ষা করছি। এদের না সরানো হলে দেশব্যাপী প্রতিবাদ হবে। ইমরান খানের পায়ে গুলি লেগেছে। তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। ইমরান খান বারবার বলেছেন, তিনি এই দেশের স্বাধীনতার জন্য তাঁর প্রাণ দিতেও প্রস্তুত। কারো যদি তাই নিয়ে সামান্যতম সন্দেহও থেকে থাকে, তবে আজই তা পরিষ্কার হয়ে যাওয়া উচিত।”

পাক পঞ্জাবের পুলিশ জানিয়েছে, গুলিচালনার ঘটনায় মোট সাতজন আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মুয়াজ্জাম নওয়াজ। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পঞ্জাব পুলিশকে অবিলম্বে অপরাধের স্থানটি ঘিরে ফেলার এবং তদন্তের স্বার্থে ইমরান খানের কন্টেইনার সিল করার আহ্বান জানিয়েছেন। পাক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন, এই ঘটনার বিষয়ে পঞ্জাবের মুখ্য সচিব এবং আইজিপি-র কাছ থেকে রিপোর্ট তলব করতে। পিএমএল-এন দলের প্রধান নওয়াজ শরিফও ইমরান খান ও তাঁর দলের সদস্যদের উপর গুলি চালানোর ঘটনার নিন্দা করেছেন।

Next Article