ইসলামাবাদ: পাকিস্তানে ধুন্ধুমার। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সঙ্গে সংঘর্ষ পুলিশ-প্রশাসনের। জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর ও বিরোধী নেতা ওমর আয়ুবের নেতৃত্বে পিটিআই কর্মী-সমর্থকরা সোয়াবি থেকে ইসলামাবাদ যাচ্ছিল মিছিল করে। পুলিশ বাধা দিলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পিটিআই কর্মী-সমর্থকদের সরাতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। গ্রেফতার করা হয়েছে বহু পিটিআই সমর্থকদের।
জানা গিয়েছে, বিশাল কনভয় নিয়ে ইসলামাবাদ যাচ্ছিল পিটিআই সমর্থকরা। পঞ্জাব প্রদেশে পৌঁছতেই পুলিশ বাধা দেয়। মিছিল ছত্রভঙ্গ করতে আটক ব্রিজ, চাচ ইন্টারচার্জ, গাজি বরোথা ক্যানালের মতো বিভিন্ন চেক পয়েন্টে কাঁদানে গ্যাস ছোঁড়া হয় বলেই অভিযোগ।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, “ইমরান খান যতক্ষণ না মুক্তি পাচ্ছেন, ততক্ষণ আমরা পিছু হটব না। এগিয়েই যাব। সবাই প্রস্তুত হন। আমাদের আরও বাধা পেরোতে হবে”। এ দিকে, মিছিলে উপস্থিত ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। গাজি ব্রিজে দীর্ঘক্ষণ মিছিল দাঁড়িয়ে থাকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, ইমরান খানের জেলমুক্তির দাবিতে বিগত বেশ কয়েক মাস ধরেই সরব হয়েছে সমর্থকরা। ডি-চকে তারা মিছিলের ডাক দিয়েছে। কিন্তু পাক প্রশাসনও সাফ জানিয়েছে যে ইসলামাবাদে কোনও বিক্ষোভ-প্রতিবাদ করা যাবে না। নিয়ম ভাঙলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইসলামাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ, পাক রেঞ্জার্স। একাধিক রাস্তা বন্ধও করে দেওয়া হয়েছে।
হাসপাতালগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সন্ত্রাসবাদের সতর্কতাও জারি করা হয়েছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হতে পারে বলে আশঙ্কা করা প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। সেই কারণে হাই রিস্ক জোনে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।