United States presidential election: ট্রাম্প-হ্যারিসদের নির্বাচনে কত ডলার খরচ করছে ফেসবুক-অ্যামাজনরা জানেন!
United States presidential election: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর্থিক দিকটি নজরে রাখে ফেডারেল ইলেকশন কমিশন (এফইসি)। তাদের বক্তব্য, খুবই স্বচ্ছতার সঙ্গে অনুদানের বিষয়টি নজর রাখা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন নাগরিক কিংবা গ্রিন কার্ড হোল্ডাররা অনুদান দিতে পারেন।

প্রতীক্ষায় হোয়াইট হাউস। আগামী ৪ বছর কে হবেন তার অধীশ্বর? ডোনাল্ড ট্রাম্প কি ফের ফিরে আসবেন? নাকি, আমেরিকার ইতিহাসে প্রথমবার মহিলা প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসবেন কমলা হ্যারিস। অপেক্ষার প্রহর ক্রমশ কমছে। ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তাকে ঘিরে উত্তেজনার পারদ যত বাড়ছে, তত নানা প্রশ্ন উঠছে। জল্পনা বাড়ছে। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কোন দলকে কারা অনুদান দিল। কত অনুদান পেল ট্রাম্পের রিপাবলিকান পার্টি? কমলা হ্যারিসের ডেমোক্র্যাট পার্টি-ই বা কত অনুদান পেল? নির্বাচনী বন্ড নিয়ে কয়েকমাস আগে ভারতে হইচই শুরু হয়েছিল। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। এ তো ভারতের কথা। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী কিংবা...
