Ship Hijacked By Houthi: ভারতে আসার পথে হাইজ্যাক জাহাজ! হুথি গোষ্ঠীর দিকে আঙুল ইজরায়েলের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 19, 2023 | 10:04 PM

Ship Hijacked By Houthi: হুথি গোষ্ঠীকে খোলাখুলি সমর্থন করে ইরান। গাজা উপত্যকায় ইজরায়েলের হামলার নিন্দা করে এবং হামাস গোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে, ইয়েমেন থেকে ইতিমধ্য়েই ইজরায়েল লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। গত সপ্তাহে ইয়েমেনের এই যোদ্ধা গোষ্ঠী লোহিত সাগরে ইজরায়েলের মালিকানাধীন সমস্ত জাহাজকে বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছিল।

Ship Hijacked By Houthi: ভারতে আসার পথে হাইজ্যাক জাহাজ! হুথি গোষ্ঠীর দিকে আঙুল ইজরায়েলের
হাইজ্যাক হওয়া গ্যালাক্সি লিডার
Image Credit source: Twitter

Follow Us

তেল আবিব: রবিবার (১৯ নভেম্বর), তুরস্ক থেকে ভারতে আসার পথে হাইজ্যাক হয়ে গেল একটি মালবাহী জাহাজ। ইয়েমেনের হুথি গোষ্ঠী জাহাজটি হাইজ্যাক করেছে বলে, দাবি করেছে ইজরায়েল। রবিবার তেল আবিব জানিয়েছে, দক্ষিণ লোহিত সাগরে তাদের এই জাহাজটিকে হাইজ্যাক করেছে হুথিরা। জাহাজটি বাহামিয়ার হলেও, অংশত এক ইজরায়েলি শিল্পপতির মালিকানাধীন। এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্রে ‘ইরানের সন্ত্রাসবাদ’ বলে, বর্ণনা করেছে তারা। প্রসঙ্গত, হুথি গোষ্ঠীকে খোলাখুলি সমর্থন করে ইরান। গাজা উপত্যকায় ইজরায়েলের হামলার নিন্দা করে এবং হামাস গোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে, ইয়েমেন থেকে ইতিমধ্য়েই ইজরায়েল লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। গত সপ্তাহে ইয়েমেনের এই যোদ্ধা গোষ্ঠী লোহিত সাগরে ইজরায়েলের মালিকানাধীন সমস্ত জাহাজকে বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছিল।

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাইজ্যাক হওয়া মালবাহী জাহাজটির নাম ‘গ্যালাক্সি লিডার’। হাইজ্যাক হওয়ার সময় জাহাজটিতে ২২ জন ক্রু সদস্য ছিলেন। তারা কোন দেশের নাগরিক, তা জানা যায়নি। তবে, তাদের কেউই ইজরায়েলি নাগরিক নয় বলে দাবি করেছে ইজরায়েলি বাহিনী। তারা আরও জানিয়েছে, ক্রু সদস্যদের সকলেই অসামরিক নাগরিক। বিভিন্ন সংস্থা বিভিন্ন জাহাজের মালিকানা বা লিজ নেওয়ার কারণে কোনও জাহাজের সঠিক মালিকানা নির্ধারণ করা কঠিন হয়। এই ক্ষেত্রে বাহামিয়ার পতাকা লাগিয়ে চলা জাহাজটি একটি ব্রিটিশ সংস্থার অধীনে নিবন্ধিত বলে জানা গিয়েছে। আর জাহাজটি পরিচালনা করছিল এক জাপানি সংস্থা। তবে, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, জাহাজটির আংশিক মালিকানা রয়েছে ইসরায়েলি জাহাজ ব্যবসায়ী আব্রাহাম উঙ্গারের।


ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “এই ঘটনা ইরানের আরেকটি সন্ত্রাসবাদি হামলা। মুক্ত বিশ্বের নাগরিকদের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের উদাহরণ। এই ঘটনা বিশ্বব্যাপী মালবাহী জাহাজগুলির নিরাপত্তার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।” ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, “দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের কাছে হুথিদের হাতে মালবাহী জাহাজ ছিনতাই অত্যন্ত গুরুতর ঘটনা। আন্তর্জাতিক অসামরিক ক্রুদের নিয়ে জাহাজটি তুরস্ক ছেড়ে ভারতের পথে ছিল। তবে জাহাজটি ইজরায়েলি নয়।”


হুথি নেতা আব্দুলমালিক আল-হুথি গত সপ্তাহেই ইজরায়েলি জাহাজ বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমাদের চোখ খোলা রয়েছে। লোহিত সাগরে প্রত্যেকটি ইজরায়েলি জাহাজ আমাদের নজরে রয়েছে। যে কোনওটিতে আমরা অনুসন্ধান চালাতে পারি।” গত শতাব্দির নয়ের দশকে ইয়েমেনের তৎকালীন রাষ্ট্রপতি, আলি আবদুল্লাহ সালেহের বিরোধী গোষ্ঠী হিসাবে জন্ম নিয়েছিল হুথি গোষ্ঠী। প্রথম থেকেই ইরানের সমর্থন পেয়েছে এই সশস্ত্র সংগঠন। লোহিত সাগরের তীরবর্তি ইয়েমেন এবং ইয়েমেনের উপকূল এই গোষ্ঠীরই নিয়ন্ত্রণে রয়েছে। ইরান এই গোষ্ঠীকে সরাসরি অস্ত্র সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। এদিন, ইজরায়েলের পক্ষ থেকে জাহাজ হাইজ্যাকের অভিযোগ করার পর, এখনও পর্যন্ত হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Next Article