‘দুমুখো’ বেজিং! সমঝোতার সুর বহাল রেখেই ভারত মহাসাগরে গোপন ড্রোন পাঠিয়েছে ‘আগ্রাসী’ চিন

সুমন মহাপাত্র |

Dec 31, 2020 | 6:00 PM

এর আগে ভারত মহাসাগরে আন্ডারওয়াটার ড্রোন পাঠিয়েছিল আমেরিকা। তখন এই চিনই জাহাজ চলাচলের অসুবিধার অভিযোগ করে উড়িয়ে দিয়েছিল মার্কিন ড্রোনকে।

দুমুখো বেজিং! সমঝোতার সুর বহাল রেখেই ভারত মহাসাগরে গোপন ড্রোন পাঠিয়েছে আগ্রাসী চিন
ফাইল চিত্র

Follow Us

নিউ জার্সি: লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের (India-China Conflict) পর দুই দেশের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হলেও রফাসূত্র মেলেনি। উত্তেজনার আবহে তীব্র শীতের মধ্যেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাচ্ছে না কোনও দেশই। একথা স্বীকার করে নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

কিন্তু বারবার ভারত ও চিন জানিয়েছে, আলোচনার মাধ্যমেই সমাধান আসবে। কিন্তু মুখে আলোচনার কথা বলেও আগ্রাসন থামাচ্ছে না ড্রাগন। লাদাখ সীমান্তে তো সেনা মোতায়েন রয়েছেই, পাশাপাশি ভারত মহাসাগরেও একাধিক আন্ডারওয়াটার ড্রোন পাঠিয়েছে চিন। এমনই তথ্য প্রকাশিত হয়েছে ফোর্বস ম্যাগাজিনে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ হাই সুট্টনের একটি লেখা প্রকাশিত হয়েছে ফোর্বস ম্যাগাজিনে। সেখানে সুট্টন জানিয়েছেন, ভারত মহাসাগরে ১২ টি আন্ডারওয়াটার আনক্রুড ড্রোন পাঠিয়েছে বেজিং। চিনা ভাষায় একে হাইয়ি বলা হয়। গুপ্তচরবৃত্তি চালানোর জন্যই এই কৌশল নিয়েছে ড্রাগনের দেশ। তিনি এ-ও জানিয়েছেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ভারত মহাসাগরে পৌঁছেছে এই ড্রোনগুলি। যা ইতিমধ্যে ৩ হাজারেরও বেশি সংখ্যক বার গোপন তথ্য পাঠিয়েছে চিনকে।

এর আগে ভারত মহাসাগরে আন্ডারওয়াটার ড্রোন পাঠিয়েছিল আমেরিকা। তখন এই চিনই জাহাজ চলাচলের অসুবিধার অভিযোগ করে উড়িয়ে দিয়েছিল মার্কিন ড্রোনকে। ভারতের চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছিলেন, ভবিষ্যতে সামরিক আধিপত্য স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারত মহাসাগরীয় অঞ্চল। এবার সেই ভারত মহাসাগরে চিনের আগ্রাসনে ভারতের কাছে উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: করোনা রুখতেও ‘বন্ধু’ চিনই ভরসা পাকিস্তানের! ১২ লক্ষ চিনা টিকা কিনছে ইসলামাবাদ

তবে লাদাখ সংঘর্ষের পর থেকে চিনের বিদেশমন্ত্রকও বারবার সমঝোতার পথে হাঁটার কথা জানিয়েছে। জেনারেল বিপিন রাওয়াতও বারবার প্রযুক্তি আগ্রাসনের কাজে না লাগিয়ে নিরাপত্তায় ব্যবহারের পক্ষে কথা বলেছেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রায় কয়েক দশক পর ফের এই বিপুল আগ্রাসনের পথে হাঁটছে চিন। সেক্ষেত্রে সমঝোতার সুর বহাল রেখে আক্রমণাত্মক হওয়ায় চিনকে কার্যত ‘দুমুখো’ তকমা দিতে বাধ্য হচ্ছেন বিশেষজ্ঞরা।

Next Article