পরিস্থিতির ভুল অনুমানই দায়ী, ভারতে করোনা বিস্ফোরণ নিয়ে মত ফৌসির

সুমন মহাপাত্র |

May 12, 2021 | 1:31 PM

ভারতকে ভুগতে হচ্ছে কারণ, ভুল পরিস্থিতিতে সব কিছু আনলক করে দেওয়া হয়েছে।

পরিস্থিতির ভুল অনুমানই দায়ী, ভারতে করোনা বিস্ফোরণ নিয়ে মত ফৌসির
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: ভারতের করোনা (COVID) পরিস্থিতি উদ্বেগজনক। যে ডবল মিউট্যান্ট স্ট্রেনকে নিয়ে এত চিন্তা তাকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্নের’ তকমা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে দেশের এহেন সঙ্গীন পরিস্থিতির জন্য ভুল সিদ্ধান্তকেই দুষছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফৌসি। তাঁর মতে ভারতকে ভুগতে হচ্ছে কারণ, ভুল পরিস্থিতিতে সব কিছু আনলক করে দেওয়া হয়েছে।

তিনি জানান, ভারত বুঝতেই পারেনি দ্বিতীয় ঢেউ এই আকারে আসতে চলেছে। প্রথম ঢেউয়ের পরে ভারত অনুমান করেছিল করোনা শেষ হয়ে গিয়েছে। তার জেরেই এহেন কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা। এই ভুল অনুমানের জেরেই ভারতে অক্সিজেন, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে করোনা ঠেকানোর অস্ত্রের এত অভাব। তবে ভারতের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিশ্ব অতিমারি রুখতে বাইডেনের প্রশংসা পঞ্চমুখ তিনি।

ফৌসি বলেন, “আমি খুশি যে বাইডেন প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের করোনা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। ৪ জুলাইয়ের মধ্যে ৬ কোটি অ্যাস্ট্রাজ়েনেকা টিকা অন্য দেশকে বিতরণের দায়িত্বভার নিয়েছে আমেরিকা।” তবে ভারতকে করোনা সামলানোর পাশাপাশি জনস্বাস্থ্য পরিকাঠামোতেই উন্নতি করার কথা জানান ফৌসি। এর আগে করোনা ঠেকাতে ভারতকে লকডাউনের পথে হাঁটার পরামর্শ দিয়েছিলেন মার্কিন স্বাস্থ্য কর্তা।

তিনি বলেছিলেন, “যে কাজটা করা অত্যন্ত প্রয়োজনীয় তা হল দেশে তাৎক্ষণিক লকডাউন কায়েম করা। এটি গুরুত্বপূর্ণ।” ফৌসি জানান, অক্সিজেন, পিপিই কিট ওষুধ তো অপরিহার্য কিন্তু দেশে লকডাউন কায়েম করতে হবে। ফৌসি বলেন, “এক বছর আগে চিনে করোনা আক্রান্তের সংখ্যায় বিস্ফোরণ হয়েছিল। তারপর সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটে তারা।” আর সেখান থেকে চিন অনেকাংশেই করোনা রুখতে সম্ভব হয়েছে।

আরও পড়ুন: হিংসায় উন্মত্ত পৃথিবী, ইজরায়েল-গাজ়ার হামলায় মৃত্যু ৩৮ জনের

Next Article