নয়াদিল্লি: হাতে মাত্র কটা দিন, আগামী ২১ নভেম্বর থেকেই শুরু হবে News9 গ্লোবাল সামিট। আগামী ২১-২৩ নভেম্বর জার্মানির স্টুটগার্ট শহরে অনুষ্ঠীত হবে ‘India and Germany: A roadmap for sustainable growth’ শীর্কষ বিশ্ব সম্মেলন।
TV9 নেটওয়ার্ক দ্বারা আয়োজিত তিন দিনের এই সম্মেলনে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘India: Inside the Global Bright Spot’ এই বিষয়ের উপরেই বক্তব্য রাখবেন তিনি।
শীর্ষ সম্মেলন সম্পর্কে টিভি 9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুন দাস বলেন, “ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ এবং ভারতের দীর্ঘদিনের সহযোগী জার্মানি, তাই এই শীর্ষ সম্মেলনের জন্য জার্মানি উপযুক্ত। ব্যবসা, প্রযুক্তি এবং সংস্কৃতি ক্ষেত্রে অগ্রগতির জন্য বিশ্বব্যাপী সহযোগিতার ক্ষেত্রে যৌথ প্রতিশ্রুতির নিদর্শন করে।”
শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান বিষয়, “কৃত্রিম বুদ্ধিমত্তা: ভারতের জন্য সুবিধা?”। এই অধিবেশনের মূল লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভারতের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা। ব্যপক বিস্তৃত আইটি ইকোসিস্টেমের সঙ্গে, ভারত শিল্প এবং দৈনন্দিন জীবনে এআই-এর সুযোগ এবং চ্যালেঞ্জ উভয় বিষয় নিয়েও আলোচনা করা হবে।
Join us for an insightful session on ‘Artificial Intelligence: Advantage India?’ featuring Tech Mahindra’s Harshul Asnani, Micron India’s Anand Ramamoorthy, MHP’s Stephen Baier, and Institute of Anthropomatic’s Dr. Jan Niehues at the #News9GlobalSummit.
Watch the session LIVE… pic.twitter.com/bNGEVTvgGP
— News9 (@News9Tweets) November 18, 2024
এই সেশনেও বিশেষজ্ঞদের একটি বিশিষ্ট প্যানেল রয়েছে।
হারশুল আসনানি – ইউরোপ, টেক মাহিন্দ্রার প্রেসিডেন্ট। ড্রাইভিং টেক সলিউশনের জন্য বিখ্যাত যা সারা ইউরোপ জুড়ে এআই গবেষণা এবং বাস্তবতার মধ্যে গ্যাপ পূরণ করে।
আনন্দ রামমূর্তি- মাইক্রোন ইন্ডিয়ার এমডি। AI-চালিত মেমরি এবং স্টোরেজ সমাধানের অগ্রগতিতে নেতৃত্ব দিচ্ছেন আনন্দ। বিশ্বব্যাপী Al ক্ষমতায় ভারতের উল্লেখযোগ্য অবদান নিশ্চিত করছেন৷
স্টেফান বেয়ার – পার্টনার এবং গ্লোবাল ইন্ডাস্ট্রি সেক্টর লিড সাপ্লাইয়ার। সাপ্লাই চেইন এবং ইন্ডাস্ট্রিয়াল অপারেশনে এআই-এর ব্যবহার করে এক উদাহরণ সৃষ্টি করেছেন।
ডক্টর জ্যান নিহুস – হেড অফ এআই ফর ল্যাঙ্গুয়েজ টেক, ইনস্টিটিউট অফ অ্যানথ্রোপোমেটিক। যোগাযোগ ও শিক্ষায় ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে জ্যানের মূল লক্ষ মানবন এবং যন্ত্রের মধ্যে যোগাযোগ গড়ে তোলা।
বিশেষ এই অধিবেশন ভারতের শক্তিশালী আইটি শিল্প এবং এআই-এর অগ্রগতি কীভাবে ভবিষ্যতে এআই-চালিত উদ্ভাবনে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। শিল্প নেতাদের এবং বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এই News9 গ্লোবাল সামিটের লক্ষ্য হল এআইকে সাসটেনেবল এবং ইনক্লুসিভ গ্রোথের একটি হাতিয়ার করে তোলা।