নয়া দিল্লি: প্রেমিক নাসরুল্লাহকে বিয়ে করতেই সম্প্রতি দেশ ছেড়ে পাকিস্তানে গিয়েছেন রাজস্থানের অঞ্জু। দুই সন্তানের মা অঞ্জু এখন ফতিমা। পাকিস্তানে গিয়ে তিনি ধর্ম পরিবর্তন করেছেন বলেই সূত্রের খবর। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে পাকিস্তানের এক ব্যবসায়ীর ভিডিয়ো। সেখানে ওই ব্যবসায়ীকে বলতে শোনা যাচ্ছে যে, ভারতীয় যুবতী অঞ্জুকে নগদ টাকা, জমি ও আরও অনেক উপহার দিয়েছেন তিনি। দেশ ছেড়ে এসে এভাবে ধর্ম পরিবর্তন করার জন্যই এই উপহার দিয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী।
পাকিস্তানের স্টার গ্রুপ অব কোম্পানিজের সিইও মহসিন খান আব্বাসি জানিয়েছেন, আঞ্জু যাতে পাকিস্তানে এসে বা ধর্ম পরিবর্তন করে কোনও অস্বস্তিতে না পড়ে, সে কারণেই এই উপহার দিয়েছেন তিনি। তাঁর কথায়, পাকিস্তানকে নিজের জায়গা বলেই মনে করতে পারেন আঞ্জু। অন্যান্য ব্যবসায়ী বা পাকিস্তানের সরকার যাতে আঞ্জুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই আর্জিও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ২৭২ স্কোয়্যার ফুটের একটি জমি, নগদ ৫০ হাজার টাকা তিনি দিয়েছেন আঞ্জুকে।
এদিকে, আঞ্জুর স্বামী অরবিন্দ কুমার দাবি করেছেন, খাতায়-কলমে এখনও তাঁর স্ত্রী আঞ্জু। তাই আঞ্জুর পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। এ বিষয়টি দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি। আঞ্জু দাবি করেছেন, তিনি ডিভোর্সের নথি জমা করেছিলেন বছর তিনেক আগেই। তবে তেমন কোনও নথি পাননি বলেই জানিয়েছেন অরবিন্দ কুমার।
৩৪ বছর বয়সী আঞ্জু রাজস্থানের আলোয়ারের বাসিন্দা। ২০১৯ থেকে পাকিস্তানের যুবক নাসরুল্লাহের সঙ্গে তাঁর পরিচয় বলে জানা গিয়েছে। সে সম্পর্কের টানেই পাকিস্তানে গিয়েছেন তিনি। উপযুক্ত নথি নিয়ে ওয়াঘা-আটারি সীমান্ত হয়েই পাকিস্তানে গিয়েছেন ওই যুবতী। কেন্দ্রীয় সরকার জানতে পেরেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তিনি।