Russia-Ukraine Conflict: রাশিয়ায় হামলা চালালো ইউক্রেনের ড্রোন, বন্ধ করা হল মস্কো এয়ারপোর্ট

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 30, 2023 | 4:35 PM

রাশিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনটি ড্রোনের মধ্যে একটি ড্রোনকে শহরের বাইরের গুলি করে ভেঙে ফেলা হয়। বাকি দুটি ড্রোনকে শহরের মধ্যে ভেঙে পড়ে। অফিস কমপ্লেক্সের উপরে তা ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি।

Russia-Ukraine Conflict: রাশিয়ায় হামলা চালালো ইউক্রেনের ড্রোন, বন্ধ করা হল মস্কো এয়ারপোর্ট
মস্কো

Follow Us

রাশিয়া: মস্কো শহরের প্রান্তে হামলা চালানো ইউক্রেনের ড্রোন। ইউক্রেনের তিনটি ড্রোনকেই গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। এই ড্রোন হামলার জেরে বন্ধ করে দেওয়া হয় মস্কো বিমানবন্দর। ইউক্রেনের সীমান্ত থেকে মস্কোর দূরত্ব ৫০০ কিলোমিটার। এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। কিন্তু মস্কোর উপর হামলার ঘটনা এই সময়কালে তেমন ঘটেনি। সম্প্রতি বেশ কিছু ইউক্রেনের ড্রোনকে দেখা গিয়েছে মস্কোর আকাশে। এ রকম পরিস্থিতির জেরে বিমানবন্দর বন্ধ রখতে হল।

রাশিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনটি ড্রোনের মধ্যে একটি ড্রোনকে শহরের বাইরের গুলি করে ভেঙে ফেলা হয়। বাকি দুটি ড্রোনকে শহরের মধ্যে ভেঙে পড়ে। অফিস কমপ্লেক্সের উপরে তা ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। তবে দুটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই হামলাকে ‘জঙ্গি হামলা’ হিসাবে অভিহিত করেছে পুতিনের প্রশাসন। এবং এর জন্য ইউক্রেনকেই দায়ী করা হয়েছে। রাশিয়া মনে করছে আমেরিকার এবং ন্যাটোর সহযোগিতা ছাড়া এ রকম আক্রমণ চালানো সম্ভব নয় ইউক্রেনের পক্ষে। তাই এই ঘটনার জেরে আমেরিকা ও পশ্চিমী দুনিয়াকেও আক্রমণ করেছে রাশিয়া। তবে ইউক্রেন সীমান্তে রাশিয়া যে পাল্টা হামলা চালিয়েছে তাতে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জন আহত হয়েছেন।

Next Article