Explained on Hindus Attacked in Bangladesh: স্বাধীনতা এনে দেওয়ার প্রতিদান এই? সোনার বাংলা থেকে কীভাবে ‘উধাও’ হয়ে যাচ্ছে হিন্দু!

Bangladesh Unrest: মহম্মদ ইউনূসের অন্তবর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করলেও, বাস্তব চিত্রটা অন্য। দুর্গাপুজোর মণ্ডপ ভাঙচুর থেকে শুরু করে  মোদীর দেওয়া মুকুট চুরি, বিভিন্ন হিন্দু মন্দির ভাঙচুরের মতো ঘটনা সামনে এসেছে।

Explained on Hindus Attacked in Bangladesh: স্বাধীনতা এনে দেওয়ার প্রতিদান এই? সোনার বাংলা থেকে কীভাবে উধাও হয়ে যাচ্ছে হিন্দু!
বাংলাদেশে কেন এভাবে আক্রান্ত হচ্ছে হিন্দুরা?Image Credit source: Getty Image

|

Dec 04, 2024 | 10:52 AM

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি….’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জন্য যেমন জাতীয় সঙ্গীত লিখেছিলেন, তেমনই পড়শি দেশ বাংলাদেশের জন্যও জাতীয় সঙ্গীত লিখেছিলেন। এপার বাংলা-ওপার বাংলা, মাঝে ফারাক শুধু কাঁটাতাঁরের। এই বিশ্বাস বহু যুগের। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই বিশ্বাসে চিড় ধরছে। যে বাংলাদেশকে ‘বন্ধু’ হিসাবেই ভেবে এসেছে ভারত, সেই বাংলাদেশেই ক্রমাগত রক্ত ঝরছে হিন্দুদের। একদিন  বাংলাদেশের স্বাধীনতার জন্যই লড়েছিল ভারতীয় সেনারা। আজ সেই বাংলাদেশেই আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। প্রতিদিন হিন্দুদের উপরে নির্বিচারে অত্যাচার চলছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির। প্রতি দেশেই তো সংখ্যালঘুরা থাকে, তাহলে কেন বাংলাদেশে এত কোণঠাসা হিন্দুরা?  বাংলাদেশের হিন্দুদের উপরে হামলার ঘটনা নতুন নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন হিন্দু ও সংখ্যালঘুরা। সাম্প্রতিক সময়ে, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে। মহম্মদ ইউনূসের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন